অভিযোগ অনেকদিনের,দাসপুর থানার রাজনগর পাঠক পাড়ার কয়েকটি পরিবার হুকিং করে,মিটারে কারচুপি করে ইলেক্ট্রিকের নানা জিনিস ব্যবহার করে,কিন্তু মাসের শেষে বিদ্যুৎ বিল তথৈবচ। বিষয়টি নজরে ছিল দাসপুর বিদ্যুৎ দপ্তরের। গতকাল সন্ধ্যায় সদলবলে হানা দেয় ব্লকের বিদ্যুৎ আধিকারিক। ধরা পড়ে কারচুপি। বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয় ৬ থেকে ৭ টি পরিবারের একাধিক বিদ্যুৎ সংযোগ। দাসপুর বিদ্যুৎ দপ্তরের স্টেশন ম্যানেজার ও অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সরিফুল ইসলাম জানান,অভিযোগের ভিত্তিতে তাঁরা গত সন্ধ্যায় রাজনগর পাঠক পাড়ার মোট ৬টি মিটারে কারচুপি ও হুকিং রেড করে ধরেন। তাদের সাময়িকভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ভাবেই ব্যাবস্থা নেবে দপ্তর।