এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুর রাজনগরে রেড করে একাধিক মিটারে হুকিং ও কারচুপি ধরল বিদ্যুৎদপ্তর

Published on: October 6, 2018 । 10:26 AM

অভিযোগ অনেকদিনের,দাসপুর থানার রাজনগর পাঠক পাড়ার কয়েকটি পরিবার হুকিং করে,মিটারে কারচুপি করে ইলেক্ট্রিকের নানা জিনিস ব্যবহার করে,কিন্তু মাসের শেষে বিদ্যুৎ বিল তথৈবচ। বিষয়টি নজরে ছিল দাসপুর বিদ্যুৎ দপ্তরের। গতকাল সন্ধ্যায় সদলবলে হানা দেয় ব্লকের বিদ্যুৎ আধিকারিক। ধরা পড়ে কারচুপি। বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয় ৬ থেকে ৭ টি পরিবারের একাধিক বিদ্যুৎ সংযোগ। দাসপুর বিদ্যুৎ দপ্তরের স্টেশন ম্যানেজার ও অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সরিফুল ইসলাম জানান,অভিযোগের ভিত্তিতে তাঁরা গত সন্ধ্যায় রাজনগর পাঠক পাড়ার মোট ৬টি মিটারে কারচুপি ও হুকিং রেড করে ধরেন। তাদের সাময়িকভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ভাবেই ব্যাবস্থা নেবে দপ্তর।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।