এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত দাসপুরের আমডাঙা

Published on: December 25, 2018 । 5:01 PM

নাড়াজোলের আমডাঙা গ্রামে আজ সন্ধ্যে থেকেই বিজেপি ও তৃণমূলের মধ্যে মারপিট চলছে। পুলিস ঘটনাস্থলে পৌঁছেছে। এখনও পর্যন্ত চারজন আহত। ঠিক কী কারণে এই মারপিট তা জানাযায়নি।

তৃণমূলে নাম লেখালেন গত গ্রামপঞ্চায়েত নির্বাচনে বিরোধী শিবিরের লড়াকু দুই প্রার্থী

তবে স্থানীয় সূত্রে জানা গেছে সন্ধ্যেতে উভয় পক্ষের মধ্যে কোনো বিষয় নিয়ে কথা কাটাকাটি থেকেই তা হাতাহাতিতে পৌঁছয়। তবে অপৃতিকর ঘটনা এড়াতে দাসপুর পুলিস কড়া হাতে পরিস্থিতির মোকাবিলায় নেমেছে।

মোবাইলে নিয়মিত খবর পড়তে এইখানে ক্লিক করুন Whatsapp

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭