নতুন বছরের প্রথম দিনে পরিবেশ পরিচ্ছন্ন রাখার বার্তা দিয়ে নিউ-ইয়ার সেলিব্রেসান করলো দাসপুর-২ ব্লকের গোছাতি প্রগতি সংঘ৷ ক্লাবের সদস্যরা নিজেরাই উদ্যোগী হয়ে গোছাতি ডিহিপাড়া সংলগ্ন বেশ কয়েক কিলোমিটার জুড়ে এলাকায় রাস্তার দুই ধারে পড়ে থাকা আবর্জনার স্তুপ সরিয়ে পরিচ্ছন্নতা বজায় রেখে নির্মল বাংলা গড়ার আহ্বান জানান৷ ওই সংঘের সভাপতি বিনয়কৃষ্ণ মাইতি ও সম্পাদক তাপস ঘোড়াই একযোগে জানান, আমাদের ক্লাবের সদস্যরা সারা বছর ব্যাপী সামাজিক বিভিন্ন কর্মকান্ডের সাথে যুক্ত থাকে৷ এলাকার পরিচ্ছন্নতা বজায় রাখতে ও সচেতনতা গড়তে আমাদের এই অভিযান৷ আগামী দিনেও আমরা এই কর্মসূচীতে অংশ নেব৷
ক্লাবের সদস্য মনোরঞ্জন মাইতি, বিনয় মাইতি, উত্তম মাইতি একই সুরে বলেন, এই ভাবে নিউ-ইয়ার সেলিব্রেশান করবো তা পূর্ব পরিকল্পিত ছিল৷ সেই মতো আমদের ক্লাবের সমস্ত সদস্য কাজে হাত লাগিয়ে দূষণ মুক্ত পরিবেশ গড়ে তোলার বার্তা দিয়েছি৷ ক্লাবের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন দাসপুর-২ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিমা দোলুই৷ তিনি বলেন, সরকার নির্মল বাংলা গড়ার ডাক দিয়েছেন৷ সামাজিক প্রতিষ্ঠানগুলি এমন কাজে সামিল হচ্ছে এটা প্রশংসনীয় বিষয়৷ প্রগতি সংঘের সদস্যদের শুভেচ্ছা জানাই৷