জঙ্গলে তার পেতে শিকারের অপেক্ষা! বাইক নিয়ে রাস্তায় যেতে গিয়ে সেই তারে আটকে মৃত্যু! বাংলা ছবি ‘প্রলয়’ এর এই চিত্রটির মনে আছে? এমন ছবি পর্দায় দেখে শিউরে উঠেছিলেন দর্শকেরা৷ গল্পটা উপস্থাপনের কী কারণ রয়েছে তা বুঝতে পারবেন এবার ঘটনাটি জানলে! দাসপুর-২ ব্লকের ফরিদপুর- শ্যামগঞ্জ সড়কে রাত্রি ৭ টা নাগাদ নিজের বাইকে করে ব্যক্তিগত কাজে বেরিয়েছিলেন আদমপুর গ্রামের বাসিন্দা শ্যামল মাজী৷ গত ১৩ সেপ্টেম্বর পেশায় শিক্ষক শ্যামলবাবু ফরিদপুর এলাকায় পেরোনোর সময় হটাৎ পড়ে যান রাস্তাতে৷ গলায় অসম্ভব টান অনুভব করেন তিনি৷ দেখেন গলায় জড়িয়ে রয়েছে তারের ফাঁস! বিষয়টা বুঝতে বেশ কিছুটা সময় লাগে শ্যমলবাবুর৷ শ্যামলবাবু বলেন, এমন ঘটনায় আমি হতচকিত হয়ে যাই৷ অসহ্য যন্ত্রনায় কাতরাতে কাতরাতে কিছুক্ষন পরে উঠে দাঁড়িয়ে দেখি রাস্তার এপার থেকে ওপারে বিদ্যুৎ এর খুঁটি থেকে হুকিং করে পাকা বাড়িতে জল দিচ্ছেন এক ব্যক্তি৷ ওই খাটানো তারেই আমার গলায় আটকে যায়৷ তখন আমি একটু জলের খোঁজ করছিলাম৷ পুরো ঘটনা চোখের সামনে দেখেও এগিয়ে আসেননি ওই ব্যক্তি!
শ্যামলবাবু আরো বলেন, তাঁর সাথে কথা বলতে চাইলেও তিনি আমার সাথে কথা বলার আগ্রহটুকু দেখাননি৷ ইচ্ছাকৃত ভাবেই তিনি এমনটা করেছেন কী না তারও তদন্ত হওয়া উচিত বলে মনে হয়৷ আমি বিষয়টি লিখিত আকারে বিদ্যুৎ দপ্তরে ও থানায় জানাতে চলেছি৷
ঘটনার সত্যতা যাই হোক শ্যামলবাবু যে অভিঙ্গতার সম্মুখিন হয়েছিলেন তা পরান বন্দোপাধ্যায় অভিনিত ‘প্রলয়’ ছবির প্রানঘাতি পরিকল্পনার কথাই মনে করিয়ে দিচ্ছে, ঘটনা জানার পরে এমনটাই বলছেন ওই এলাকার যুবকেরা৷