এমন বিপদ যে ঘটতে পারে তা ভাবতেও পারিনি! বলছেন দাসপুরের শিক্ষক শ্যামল মাজী

জঙ্গলে তার পেতে শিকারের অপেক্ষা! বাইক নিয়ে রাস্তায় যেতে গিয়ে সেই তারে আটকে মৃত্যু! বাংলা ছবি ‘প্রলয়’ এর এই চিত্রটির মনে আছে? এমন ছবি পর্দায় দেখে শিউরে উঠেছিলেন দর্শকেরা৷ গল্পটা উপস্থাপনের কী কারণ রয়েছে তা বুঝতে পারবেন এবার ঘটনাটি জানলে! দাসপুর-২ ব্লকের ফরিদপুর- শ্যামগঞ্জ সড়কে রাত্রি ৭ টা নাগাদ নিজের বাইকে করে ব্যক্তিগত কাজে বেরিয়েছিলেন আদমপুর গ্রামের বাসিন্দা শ্যামল মাজী৷ গত ১৩ সেপ্টেম্বর পেশায় শিক্ষক শ্যামলবাবু ফরিদপুর এলাকায় পেরোনোর সময় হটাৎ পড়ে যান রাস্তাতে৷ গলায় অসম্ভব টান অনুভব করেন তিনি৷ দেখেন গলায় জড়িয়ে রয়েছে তারের ফাঁস! বিষয়টা বুঝতে বেশ কিছুটা সময় লাগে শ্যমলবাবুর৷ শ্যামলবাবু বলেন, এমন ঘটনায় আমি হতচকিত হয়ে যাই৷ অসহ্য যন্ত্রনায় কাতরাতে কাতরাতে কিছুক্ষন পরে উঠে দাঁড়িয়ে দেখি রাস্তার এপার থেকে ওপারে বিদ্যুৎ এর খুঁটি থেকে হুকিং করে পাকা বাড়িতে জল দিচ্ছেন এক ব্যক্তি৷ ওই খাটানো তারেই আমার গলায় আটকে যায়৷ তখন আমি একটু জলের খোঁজ করছিলাম৷ পুরো ঘটনা চোখের সামনে দেখেও এগিয়ে আসেননি ওই ব্যক্তি!

শ্যামলবাবু আরো বলেন, তাঁর সাথে কথা বলতে চাইলেও তিনি আমার সাথে কথা বলার আগ্রহটুকু দেখাননি৷ ইচ্ছাকৃত ভাবেই তিনি এমনটা করেছেন কী না তারও তদন্ত হওয়া উচিত বলে মনে হয়৷ আমি বিষয়টি লিখিত আকারে বিদ্যুৎ দপ্তরে ও থানায় জানাতে চলেছি৷
ঘটনার সত্যতা যাই হোক শ্যামলবাবু যে অভিঙ্গতার সম্মুখিন হয়েছিলেন তা পরান বন্দোপাধ্যায় অভিনিত ‘প্রলয়’ ছবির প্রানঘাতি পরিকল্পনার কথাই মনে করিয়ে দিচ্ছে, ঘটনা জানার পরে এমনটাই বলছেন ওই এলাকার যুবকেরা৷

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।