এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

শিক্ষামন্ত্রীর পদ থেকে সরতে হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়কে? সব জল্পনার অবসান আগামীকালই

Published on: December 19, 2018 । 1:54 AM

রাজ্যের শিক্ষামন্ত্রী মন্ত্রীত্ব এবার সংকটে! মন্ত্রীসভার কিছু গুরুত্বপূর্ণ দপ্তরে রদবদল হতেপারে বলে বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া দেছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী আগামী বৃহস্পতিবারই এই রদবদল হতে পারে।

শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের মন্ত্রিত্ব থাকবে কিনা সেই নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে ব্যাপক পরিমানে চর্চা। তাদের বক্তব্য, গত আড়াই বছরে কখনও দলের অন্দরে, সাংবাদিক বৈঠকে বা প্রকাশ্যেই মুখ্যমন্ত্রী পার্থবাবুর উদ্দেশ্যে বিরক্তি প্রকাশ করেছেন।

বাঁকুড়ায় শিক্ষক নিয়োগ নিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের ওপর বেশ অসন্তুষ্ট যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। উল্লেখ্যে এবিষয়ে শুধু রাজনৈতিক মহল নয়,শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ভবিষ্যৎ নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে দলের মধ্যে। একাংশ বলছে, মন্ত্রিসভায় রেখে দিলেও তাঁকে হয়তো কম গুরুত্বপূর্ণ দফতরে সরিয়ে দিতে পারেন তৃনমূল সুপ্রিমো।

এক সংবাদমাধ্যম এ বিষয়ে পার্থবাবুকে প্রশ্ন করলে পার্থ বাবু বলেন,এ বিষয়ে এখনও কিছুই জানেন না। মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর কোনও কথাই হয়নি,কিন্তু আক্ষেপের সঙ্গে জানিয়েছেন, “দিলে দেবে”।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।