এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

মুন্ডা বিদ্রোহের নেতা বিরসা মুন্ডা’র জন্মদিন পালন করল দাসপুর

Published on: November 15, 2020 । 9:26 PM

সৌমেন মিশ্র: দাসপুরের কুঞ্জপুরে পালিত হল বীরসা মুণ্ডার ১৪৫ জন্মদিবস। কোল সমাজ হায়াম সানাগম নামে দাসপুর ১ব্লকের পাঁঁচবেড়িয়া অঞ্চল কমিটির এই সোসাইটির উদ্যোগে পালিত হয় বিরসা মুণ্ডার জন্ম দিবস।
অন্যদিকে দাসপুরের সামাটেও এলাকার আদিবাসী সম্প্রদায়ের মানুষদের নিয়ে একটি ঘরোয়া অনুষ্ঠানের মধ্যদিয়ে বিরসা মুন্ডার জন্ম দিবস পালন করে এবিভিপিএর দাসপুর নগর শাখা। এবিভিপির পক্ষে অনুভব মিশ্র জানান,জন্মদিবস পালনের পাশাপাশি তাঁরা আদিবাসীদের মধ্যে কিছু খাবার ও বস্ত্রও বিতরণ করেন।

১৫ নভেম্বর ১৮৭৫ সালে তৎকালিন বিহার বর্তমান ঝাড়খন্ড রাজ্যের রাচির উলিহাতু গ্রামে জন্ম গ্রহণ করেন বিরসা মুন্ডা। বিরসা মুন্ডার নেতৃত্বে ১৮৯৯-১৯০০ সালে ‘মুন্ডা বিদ্রোহ’ সংগঠিত হয়।এই বিদ্রোহকে মুন্ডারি ভাষায় বলা হয় ‘উলগুলান’। যার অর্থ ‘প্রবল বিক্ষোভ’। ৯ই জুন ১৯০০ সালে রাঁচি জেলের অভ্যন্তরে খাদ্যে বিষ প্রয়োগের ফলে তাঁর মৃত্যু ঘটে।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

দেড় মাসের বিবাহিত জীবন,স্বামীর সাথে মা আরও ৪ টি প্রাণ শেষ!

বিশ্ব পরিবেশ দিবসে ঘাটাল বি.এড.কলেজ ক্যাম্পাসে ভেষজ উদ্যানের সূচনা

ঘাটালের এই বৃদ্ধের দিনকাটে কলকাতার কালীঘাটে ভিক্ষা করে, ফিরতে চান ছেলেদের কাছে নিজের বাড়িতে!

দাসপুরে পুলক মাস্টারের হাত ধরে নাট্য বিপ্লব,সময়ের বাইরে গিয়ে শিক্ষকের নাট্য চর্চা

ঘাটাল জুড়ে ভয়াবহ পথ দুর্ঘটনা! মর্মান্তিক মৃত্যু! প্রাণ বাঁচাতে যা করবেন। দেখে রাখুন দুর্ঘটনার কবলে পড়ে চেনা অচেনা মানুষগুলো প্রাণে বেঁচে যেতে পারেন

উচ্চ বেতনের চাকরি ছেড়ে জনসেবার উদ্দেশ্যে IAS পরীক্ষার প্রস্তুতি! ঘাটালে কর্মশালায় জেলাশাসকের বক্তব্যে আপ্লুত ছাত্রছাত্রীরা