রথের দিন খুঁটি পুজোর মাধ্যমে শুরু হল দুর্গা পুজোর প্রস্তুতি৷ দাসপুর-২ ব্লকের চাঁইপাট হাটতলা সর্বজনীন দুর্গোৎসব কমিটি ৪১ বছরে পড়লো৷ পুজো ঘিরে এবার বাড়তি উদ্দীপনা কমিটির কর্মকর্তাদের৷ বিগ বাজেটের পুজো হিসেবে পরিচিত না হলেও বেশ কয়েক বছর ধরে ওই পুজো কমিটি থিম ভাবনা নজর কেড়েছে দর্শনার্থীদের৷ তবে এই বছর মন্ডপে বাড়তি চমক রাখতে কোমর বেঁধে কাজে লেগেছেন কর্মকর্তারা৷ এর জন্য আনুমানিক ৬ লক্ষ টাকা ব্যায় হিসেবে ধরা হয়েছে৷ পুজোকমিটির সভাপতি তপন বক্সী,সহ-সভাপতি স্বপন বক্সী প্রমুখ একযোগে বলেন, মাস দুয়েক আগে থেকে পরিকল্পনা শুরু করলেও আজ আনুষ্ঠানিক ভাবে প্রস্তুতি শুরু করলাম৷ এই বছর প্রতিমা কলকাতার বদলে আনা হবে পূর্বমেদিনীপুর থেকে৷ দীঘার সমুদ্র সৈকতের প্রায় দুই লক্ষ মুক্তা দিয়ে মোড়া থাকবে দেবী প্রতিমা৷ আশা রাখছি মন জয় করতে পারবো মহকুমার মানুষের৷
অবশ্য মন্ডপের চমক এখনই জানাতে চাইছেন না কমিটির সদস্যরা৷ কমিটির সদস্য নরেনকুমার দে, তাপস পাল, পুলক সামন্ত, বাপন সামন্ত, শুভদীপ সামন্ত বলেন, থিম ভাবনায় এবারও চমক থাকবে৷ তবে তা এখনি বলছি না! আপনাদের এই টুকু কৌতুহল আগামী দিনের জন্য তোলা থাকুক!
উল্লেখ্য, আজ একই সাথে চাঁইপাট বেলডাঙা সর্বজনীন, ফরিদপুর মিলনবিথি সংঘ সহ বেশ কয়েকটি পুজো কমিটি খুঁটি পুজোর মাধ্যমে পুজোর প্রস্তুতি শুরু করলো৷