এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দল দেখবেন না এই বিপর্যয় মোকাবিলায় আমি আপনাদের পাশে আছি:দেব

Published on: May 3, 2019 । 7:23 PM

ধেয়ে আসছে প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় ফণী। ইতিমধ্যেই ওড়িশার পুরী এলাকায় সকালেই আছড়ে পড়েছে ফণী। আবহাওয়া দপ্তসূত্রে ফণীর যে গতিপথ জানানো হয়েছে সে পথে পড়ছে আমাদের জেলা তথা ঘাটালও।

ঘাটাল লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ অভিনেতা দেব টুইট করে ঘাটালবাসীকে সাবধানে এবং সুরক্ষিত থাকার কথা জানালেন। তিনি তাঁর টুইটে বলেন…

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭