জয়ী পঞ্চায়েত সদস্যের এলাকায় উন্নয়ন নেই,অভিযোগ তুলে গৌরা গ্রাম পঞ্চায়েত অফিসে বিক্ষোভে এলাকাবাসী

দাসপুর-২ পঞ্চায়েত সমিতির গৌরা গ্রাম পঞ্চায়েতের এক পঞ্চায়েত সদস্য গৌরা গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন। ওই পঞ্চায়েত সদস্যের নাম নিমাই ভুঁইঞা। তিনি এবার পঞ্চায়েত নির্বাচনে গৌরা পূর্বপাড়া বুথ থেকে নির্দলে দাঁড়িয়ে জয়লাভ করেন। গৌরা পঞ্চায়েত গঠনে তৃণমূলের বিজয়ী প্রার্থীরাই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেলে তারাই গৌরা গ্রাম পঞ্চায়েত গঠন করেন।

আরও পড়ুন- ভিডিও কলিং এবার আরও সহজ, Whatsapp এ নতুন সুবিধা


গৌরা পূর্বপাড়ার নিমাই বাবুর অভিযোগ তার এলাকায় কোনো কাজই করছে না গৌরা গ্রাম পঞ্চায়েত। একশো দিনের কাজ থেকেও বঞ্চিত হচ্ছে তাঁর এলাকার জব কার্ড হোল্ডাররা। এই অভিযোগে গতকাল সকাল থেকেই নিজের এলাকার মানুষদের নিয়ে গৌরা গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে ধর্নায় বসেছিলেন নিমাই বাবু।


ওই এলাকার বাসিন্দা উত্তম দন্ডপাঠ জানান, গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপ-প্রধান ও সচিবের কাছে তাদের বক্তব্য তুলে ধরলে গ্রাম পঞ্চায়েতের পক্ষে গ্রামবাসীকে আশ্বস্ত করা হয় তাদের গ্রামেও কাজ হবে। এবং তাদের এলাকার প্রতিনিধি নিমাই ভুঁইঞার সাথে আলোচনা করেই কাজগুলির কমিটি গঠন করে গুরুত্ব দিয়েই কাজ হবে। গোরা গ্রাম পঞ্চায়েতের এই বক্তব্যে খুশি গৌরা পূর্বপাড়ার মানুষজন।

মোবাইলে নিয়মিত খবর পড়তে এইখানে ক্লিক করুন Whatsapp

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!