এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

চন্দ্রকোণার বনদেবীর পুজোতে জনস্রোত

Published on: January 15, 2019 । 2:35 PM

অন্যান্য বছরের মতো এবছরও ঘাটাল মহকুমার চন্দ্রকোণা থানার দুবরাজবুড়ি তথা বনদেবীর  পুজো ঘিরে ভক্তদের উৎসাহ উদ্দীপনা ছিল তুঙ্গে। মকরসংক্রান্তির দিনে এই এলাকার  হীরাধরপুর, মহিষামুরি, ফুলচক্, কামারগেড়িয়া, ডিঙ্গাল ও একবালপুর সহ কয়েকটি গ্রামের মাঠের মাঝে পুকুড় পাড়ে এই বনদেবীর পুজোটি হয়। পুজোয় কয়েক হাজার ভক্ত সমাবেশ হয়। সবাই দুবরাজবুড়ির কাছে আসেন যে যার মানত পূরণ করতে। কথিত  আছে, ওই পুকুরে স্নানের পর দেবীর কাছে মাটির ঘড়া মানত করলে  যেকোনও রোগ থেকে মুক্তি পাওয়া যায়। তাই রোগ থেকে মুক্তি র পর সবাই আসেন মায়ের পুজো দিতে । মূলত হীরাধরপুর ও মহিষামুড়ির গ্রামের মানুষেরা এই পুজোর আয়োজন করে থাকেন।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad