এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে শুরু হল পুষ্প প্রদর্শনী-২০১৯

Published on: January 10, 2019 । 2:51 PM

আজ ১০ জানুয়ারি থেকে ঘাটালে শুরু হল  ‘ঘাটাল পত্র ও পুষ্প প্রদর্শনী’। মেলাটি এবার ২৯ বছরে পদার্পন করল।  ঘাটাল শহরের অরবিন্দ স্টেডিয়ামের দক্ষিণে প্রসন্নকুমার স্মৃতি মহিলা ও শিশু উদ্যানে  এই প্রদর্শনীর উদ্বোধন করেন উদ্যোক্তা কমিটির সম্পাদক তথা ঘাটাল পুরসভার প্রাক্তন চেয়ারম্যান জগন্নাথ গোস্বামী। ফুল, ফল, পাতাবাহার, সবজি গাছ সহ নানান অসংখ্য বাহারি গাছের পসরা থাকছে ওই প্রদর্শনীতে। এছাড়াও থাকবে পিঠেপুলি উৎসব, হস্তশিল্প প্রদর্শনী, আল্পনা প্রতিযোগিতা, ক্যুইজ, আবৃত্তি, নৃত্য ও সঙ্গীত প্রতিযোগিতা সহ নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলা চলবে ১৩ জানুয়ারি পর্যন্ত।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad