অডিট সামনে বলেই কি লুকিয়ে নথি পুড়িয়ে দেওয়ার ‘ষড়যন্ত্র’ দাসপুরের গ্রামপঞ্চায়েতে?

•কয়েক দিন পরেই অডিট। তার আগেই গ্রামপঞ্চায়েতের অফিস থেকে পুরানো কাগজপত্র বার করে নদীর ধারে ফেলে দেওয়াকে কেন্দ্র করে চরম জল্পনার সৃষ্টি হল। আজ ১২ অক্টোবর দাসপুর-২ ব্লকের দুধকোমরা গ্রামপঞ্চায়েত কার্যালয়ে। সিপিএমের নেতা রঞ্জিত পালের অভিযোগ…
•পুরোঘটনাটি রাজনৈতিক চক্রান্ত বলে জানালেন ওই গ্রামপঞ্চায়েত প্রধান কার্তিক পাত্র।
•তবে যে জায়গা থেকে নথিগুলো বার করা হচ্ছে সেখানে যে কোনও গুরুত্বপূর্ণ নথি থাকার কথা নয় সেটা সচোক্ষে দেখলেই পরিষ্কার হয়ে যাবে বলে ওই গ্রামপঞ্চায়েতের কর্মীরা জানান।
•তবুও পুরো ঘটনাটিকে নথি লোপাটের চক্রান্ত বলেই মনে করেন দাসপুর-২ পঞ্চায়েত সমিতির সদস্য তথা সিপিএম নেতা লক্ষ্মীকান্ত ভৌমিক।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।