মন্দিরা মাজি: আপনার যদি প্যান নম্বর থাকে তাহলে আগামী ৩১ মার্চের মধ্যে সেই প্যান নম্বরের সঙ্গে আধার লিঙ্ক করার ব্যবস্থা করতে হবে। সরকারি নির্দেশ অনুযায়ী আপনি যদি ওই তারিখের মধ্যে প্যানের সঙ্গে আধারের লিঙ্ক না করেন তাহলে প্যান কার্ডটি নিষ্ক্রিয় হয়ে যাবে, মানে প্যান নম্বরটি আর কাজ করবে না। ওই প্যান নম্বর দিয়ে কোনও আর্থিক লেন-দেন করতে পারবেন না বলে আয়কর দপ্তর সূত্রে জানা গিয়েছে। তবে সরকার যদি ওই সময় সীমা বাড়িয়ে দেয় তাহলে সেই মতো হাতে অনেক সময় পাওয়া যেতে পারে।
যদি ওই সময়সীমার মধ্যে প্যানের সঙ্গে আধার লিঙ্ক না করেন তাহলে প্যান নম্বরটি নিষ্ক্রিয় হয়ে যাওয়ার পাশাপাশি আপনার জরিমানাও হতে পারে। প্যান আইন অনুযায়ী ধরে নেওয়া হবে, আয়কর দপ্তরে প্রয়োজনীয় হিসাব দেখানো হয়নি। হিসেব না দেখালে আয়কর আইনের ধারা ২৭২-বি ধারাতে ১০ হাজার টাকা জরিমানার কথা বলা রয়েছে।
কীভাবে আপনি প্যানের সঙ্গে আধার লিঙ্ক করবেন?
•প্যানের সঙ্গে আধার লিঙ্ক করার জন্য তেমন কোনও চাপ নিতে হবে না। পাশের লিঙ্কটিতে[ADHAR👆Link] ক্লিক করলে আপনি সোজা আয়কর দপ্তরের ওয়েবসাইডে প্রবেশ করতে পারবেন। ওখানে চারটি ফিল্ড বা ঘর রয়েছে। প্রথমটি প্যান নম্বর, দ্বিতীয়টিতে আধার নম্বর, তারপরেরটিতে আধারে যেভাবে নাম লেখা রয়েছে সেই ভাবে ইংরেজিতে লিখতে হবে। চতুর্থঘরটিতে ক্যাপচা বসানোর জন্য। তিন নম্বর ঘরের পরে দুটি ছোট টিক বক্স রয়েছে। একটিতে লেখা রয়েছে ‘আমার আধার কার্ডে শুধু মাত্র বয়সের সাল দেওয়া রয়েছে (I have only year of birth in Adhar Card)’ যদি তা হয়ে থাকে তাহলে ওখানে টিক চিহ্ন দেবেন। যদি আধারে পুরো জন্ম তারিখ থাকে তাহলে ওখানে টিক চিহ্ন দেওয়ার দরকার নেই। দ্বিতীয় টিক বক্সে টিক দিতে হবে। কারণ ওখানে বলা আছে ‘আমি আমার আধার বিবরণ ইউআইডিএআইয়ের সাথে যাচাই করতে রাজি (I agree to validate my Aadhar details with UIDAI)’। সবার শেষের দিকে আরওএকটি টিক বক্স আছে সেটাতে টিক দেবেন না। যাদের দৃষ্টিশক্তির সমস্যা আছে তাঁরা ওটাতে টিক দেবেন ওটিপি পাওয়ার জন্য। শেষে সাবমিট-এ ক্লিক করতে হবে।
তবে যাঁরা নিয়মিত আয়কর দপ্তরে রিটার্ন জমা দেন তাঁদের ইতিমধ্যেই প্যানের সঙ্গে আধার নম্বর লিঙ্ক হয়ে থাকার কথা। তাই আপনার আধার লিঙ্ক করা রয়েছে কিনা তা জানার জন্য ওই ওয়েবসাইটের প্রথমেই ’ক্লিক 👆হেয়ার’ লেখা একটি লিঙ্ক রয়েছে। ’ক্লিক হেয়ার’-এ ক্লিক করলে নতুন একটি ওয়েবসাইট খুলবে। সেখানে আপনার আধার ও প্যান কার্ড দিয়ে জেনে নিতে পারবেন আমার প্যানের সঙ্গে আধার লিঙ্ক করা রয়েছে কিনা। যদি থাকে তাহলে নতুন করে করার দরকার নেই।। 👆 আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি লাইক করুন