এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটালের এ রাজ পরিবারের দুর্গোৎসবে এবারেও অঞ্জলি দেওয়া হবে না মহিলাদের

Published on: October 4, 2019 । 6:56 AM

১০০ নয় ২০০ নয় এবার নিয়ে ৬০৬ বছর ধরে এ পুজোয় অন্দরমহলের মহিলারা অন্দরেই থাকেন।অষ্টমীর পুষ্পাঞ্জলীতে যখন সবাই ব্যস্ত থাকে, তখন এই রাজপরিবারের মহিলারা থাকেন অন্দরমহলেই! ঘাটাল মহকুমা ছেড়ে সারা রাজ্যে এমন কড়া শাসনের পুজোর নজির সম্ভবত নাই।

নিয়মের কড়া শাসনের মধ্যেই ৬০৫ বছরের প্রাচীন রীতি মেনে সম্পন্ন হচ্ছে এবার ৬০৬তম বছরের ঐতিহাসিক ঘাটাল মহকুমার দাসপুর ১ নম্বর ব্লকের নাড়াজোল রাজপরিবারের মাতৃ আরাধনা।
এই রাজপরিবারের এক সদস্য সন্দীপ খান জানান,নাড়াজোল রাজপরিবারের পুজোয় অংশ নিতে পারেন না রাজপরিবারের মহিলারা। অষ্টমীর পুষ্পাঞ্জলীতে যখন সবাই ব্যস্ত থাকে, মন চাইলেও তখন এই রাজপরিবারের মহিলাদের থাকতে হয় অন্দরমহলেই। ঐতিহ্যমন্ডিত ঐতিহাসিক এ পুজোয় এভাবেই ব্রাত্য রাজপরিবারের মহিলা সদস্যরা। তবে এই ব্যাতিক্রমী রীতির সুনির্দিষ্ট যুক্তি জানাতে পারেননি রাজ পরিবারের বর্তমান সদস্যরা। এপুজোর নানা বিশেষত্ব আছে। তাদের মধ্যে অন্যতম জয় দুর্গা মায়ের অগ্নিকুণ্ড। সপ্তমী থেকে দশমী পর্যন্ত মায়ের অগ্নিকুণ্ড একইভাবে জ্বলে।

কথিত আছে ৮২০ বঙ্গাব্দে বর্ধমানের রাজার নায়েব উদয়নারায়ন ঘোষ জঙ্গলে শিকারে এসে কুড়িয়ে পেয়েছিলেন মা দুর্গার অষ্টধাতুর মূর্তি। সেই থেকে প্রচলন নাড়াজোল রাজবাড়ি দুর্গোৎসব। পরে রাজবাড়িতে দুর্গামন্দির প্রতিষ্ঠা করেন রাজ পরিবারের ১৩ তম রাজা চুনিলাল খান।

রাজপরিবারের জয় দুর্গা মায়ের অষ্টধাতুর মূর্তিতে রয়েছেন মা উমা একাই। কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী কেউই নেই মায়ের মূর্তির সাথে।
রাজার রাজত্ব কালের নিয়মে ইতিহাসের পাতায় গেলেও আড়ম্বর না থাকলেও সেই পুরাতন প্রথা মেনে দুর্গোৎসবের পুরাতন ঐতিহ্য টিকিয়ে রেখেছেন রাজ পরিবারের বর্তমান সদস্যরা।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

দেড় মাসের বিবাহিত জীবন,স্বামীর সাথে মা আরও ৪ টি প্রাণ শেষ!

বিশ্ব পরিবেশ দিবসে ঘাটাল বি.এড.কলেজ ক্যাম্পাসে ভেষজ উদ্যানের সূচনা

ঘাটালের এই বৃদ্ধের দিনকাটে কলকাতার কালীঘাটে ভিক্ষা করে, ফিরতে চান ছেলেদের কাছে নিজের বাড়িতে!

দাসপুরে পুলক মাস্টারের হাত ধরে নাট্য বিপ্লব,সময়ের বাইরে গিয়ে শিক্ষকের নাট্য চর্চা

ঘাটাল জুড়ে ভয়াবহ পথ দুর্ঘটনা! মর্মান্তিক মৃত্যু! প্রাণ বাঁচাতে যা করবেন। দেখে রাখুন দুর্ঘটনার কবলে পড়ে চেনা অচেনা মানুষগুলো প্রাণে বেঁচে যেতে পারেন

উচ্চ বেতনের চাকরি ছেড়ে জনসেবার উদ্দেশ্যে IAS পরীক্ষার প্রস্তুতি! ঘাটালে কর্মশালায় জেলাশাসকের বক্তব্যে আপ্লুত ছাত্রছাত্রীরা