নিজস্ব সংবাদদাতাঃমেয়ে মুখ উজ্জ্বল করেছে পরিবার,স্কুল, ব্লক,মহকুমা সাথে জেলারও। আজ শনিবারের সকাল থেকেই একের পর এক প্রশাসনিক ও রাজনৈতিক কর্তাব্যক্তির পাশাপাশি শুভানুধ্যায়ীদের ভিড় দাসপুরের রামদেবপুর গ্রামের ছোট্ট ভাঙাচোরা মাটির বাড়িতে। এই বাড়িতেই থাকে শীর্ষা সামন্ত বাবা মা দাদার সাথে। শীর্ষা রাজনগর ইউনিয়ন হাইস্কুল থেকে বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছিল।
শুক্রবার অনলাইনে ফল বেরোলে তার প্রাপ্ত নম্বর দেখা যায় ৪৯৩। নাম্বারের বিচারে রাজ্যে সপ্তম আর ঘাটাল মহকুমায় সেরা নাম্বার তারই। আজ শনিবার শীর্ষাকে তার এমন তাকলাগানো ফলাফলের জন্য শুভেচ্ছা জানালেন ঘাটালের বিধায়ক শঙ্কর দোলই,রাজনগর গ্রাম পঞ্চায়েত প্রধান অরুণ দোলই,বিদ্যালয়ের সভাপতি সুকুমার পাত্র,ছাত্র সংগঠন এবিভিপির পক্ষে অনুভব মিশ্র,এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং পাড়া প্রতিবেশী।
মেয়ে এভাবে পরিবারের মুখ উজ্জ্বল করবে ভাবেননি বাবা মা বা দাদা। ছোটো থেকেই মুখচোরা শীর্ষা ডাক্তার হওয়ার স্বপ্নে বিভোর। প্রস্তুতি চলছে জোরদার। মধ্যবিত্ত পরিবারে ডাক্তার হওয়ার খরচ সামলানো মুশকিল। তবে আজ পাশে দাঁড়ানোর আশ্বাস মিলেছে রাজনৈতিক ও প্রশাসনের কর্তাদের থেকে। বুকে বল পেয়েছেন বাবা প্রদ্যুৎ সামন্ত।