এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

কোথায় মানবাধিকার?প্রশ্ন তুলেছেন জয়কৃষ্ণপুরের যুবক

Published on: July 1, 2021 । 2:08 PM

নাম বলেছেন প্রভাবতী মাইতি,বাড়ি দাসপুর থানার বকুলতলা। বাড়ি থেকে চলে এসে রামদেবপুরের পাশে জয়কৃষ্ণপুরে মল্লিক পরিবারে ছিলেন। অভিযোগ স্বামীর দ্বিতীয় বিয়ে,দিনের পর দিন অত্যাচারিত হন।
ভিডিও দেখুন এখানে ক্লিক করে

পরে স্বামী খবর পেয়ে মল্লিক বাড়ি থেকে এভাবেই স্বামী নিয়ে যাচ্ছেন তাঁর প্রথম স্ত্রীকে। ঘটনায় বেশ চাঞ্চল্যে দেখা দিয়েছে। মল্লিক পরিবারের সদস্য রাজেশ মল্লিক ঘটনার ভিডিও করে রাখেন। স্বামীর বক্তব্য স্ত্রী মানসিক ভারসাম্যহীন। মানসিক ভাবে কেউ ভারসাম্যহীন হলে তার উপর কী এমন ব্যাবহার কাম্য? সমাজের কাছে প্রশ্ন রেখে ভিডিও পাঠিয়েছেন রাজেশ মল্লিক।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭