তৃপ্তি পাল কর্মকার, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন নিগমের নাড়াজোল সাব-স্টেশন এলাকার গ্রাহকদের উন্নত বিদ্যুৎ পরিষেবা দেওয়ার লক্ষ্যে নতুন করে আরও একটি সোর্স লাইন টানার কাজ চলছে। বিদ্যুৎ দপ্তরের ঘাটাল ডিভিশনাল ম্যানেজার বিশ্বদেব বিশ্বাস জানান, এর ফলে আজ ১৯ ডিসেম্বর শুক্রবার থেকে আগামী সোমবার ২২ ডিসেম্বর পর্যন্ত নাড়াজোল সাব-স্টেশন এলাকায় বিদ্যুৎ পরিষেবা মাঝে মাঝেই বিঘ্নিত হবে। উন্নত পরিষেবার স্বার্থে এই সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের সহযোগিতা করার অনুরোধ জানিয়েছে তিনি।
এবিষয়ে কী কাজ করা হবে, তার উত্তরে বিদ্যুৎ দপ্তরের ডিভিশনাল ইঞ্জিনিয়ার (টেকনিক্যাল) শেখ শরিফুল ইসলাম জানান, এত দিন একটিমাত্র সোর্সের মাধ্যমে বীরসিংহ সাব-স্টেশন থেকে নাড়াজোল সাব-স্টেশনে বিদ্যুৎ সরবরাহ করা হতো। কোনো কারণে সেই লাইনে সমস্যা হলে পুরো এলাকায় পরিষেবা বন্ধ হয়ে যেত। সেই সমস্যা এড়াতেই এখন বিকল্প সোর্স লাইনের ব্যবস্থা করা হচ্ছে। এই কাজের জন্য তিন-চার দিন সময় লাগবে এবং সেই কারণেই বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হবে।






