মেহেবুব আলম: আজ অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজ্যুমার্স এ্যাসোসিয়েশন, ঘাটাল মহকুমা শাখার উদ্যোগে ডিভিশনাল ইঞ্জিনিয়ারের নিকট বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি করল। রাজ্য বিদ্যুৎ বণ্টন কোম্পানি সর্বস্তরের গ্রাহকদের ফিক্সড চার্জ দ্বিগুণ, মিনিমাম চার্জ তিনগুণ ও ডি সি + আর সি চার্জ পাঁচগুণ বৃদ্ধির বিরুদ্ধে কয়েক মাস ধরে আন্দোলন চলছে। গ্রাহকগণ এর বিরুদ্ধে বিল বয়কট করে রেখেছেন। তাঁরা বর্ধিত চার্জ বাদ দিয়ে বাকি বিল দিতে চান। কিন্তু দপ্তর তার নিচ্ছে না। উল্টে লাইন কাটা শুরু করেছে। এছাড়া প্রিপেড স্মার্ট মিটার এবং টি ও ডি সিস্টেমের বিলের আক্রমন নামিয়ে আনছে। এসমস্ত কিছুর বিরুদ্ধে আজ দুই শতাধিক বিদ্যুৎ গ্রাহকদের বিক্ষোভ সংগঠিত হোল ডি ই অফিসে। গ্রাহকগণ ঘাটাল সেন্ট্রাল বাসস্ট্যাণ্ডে জমায়েত হয়ে প্রথমে একটি সভা করেন। সভায় অ্যাবেকা’র পক্ষে বক্তব্য রাখেন প্রদীপ মল্লিক , গোপীকৃষ্ণ হালদার। তারপর মিছিল করে ডি ই অফিসে যান। পুলিশ গেটে আটকালে গ্রাহকদের সাথে ধস্তাধস্তি হয়। অবশেষে ডি ই ডেপুটেশন নেওয়ার জন্য ৭ জনকে ডাকেন । রাজ্য কমিটির সহসভাপতি মধুসূদন মান্নার নেতৃত্বে ৭ জনের একটি প্রতিনিধি দল ডেপুটেশনে যান। বাইরে বিক্ষোভ সভা চলতে থাকে। ডি ই দাবীগুলোর যৌক্তিকতা স্বীকার করেন।