তৃপ্তি পাল কর্মকার, স্থানীয় সংবাদ, ঘাটাল: ক্ষীরপাই শহরের টিউলিপ ঘোষ অদম্য পরিশ্রম ও অধ্যবসায়ের জোরে পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস (WBCS) পরীক্ষায় বড় সাফল্য অর্জন করেছেন। গ্রুপ–এ তালিকায় মহিলাদের মধ্যে জেলায় প্রথম হওয়ার পাশাপাশি সার্বিক ভাবেও জেলার শীর্ষস্থানে থাকার সম্ভাবনা তৈরি হয়েছে তাঁর। রাজ্য মেধাতালিকায় তাঁর স্থান ২৮ নম্বরে। এই সাফল্যে ঘাটাল মহকুমা জুড়ে আনন্দের পরিবেশ তৈরি হয়েছে।
ক্ষীরপাই হাটতলা প্রাথমিক বিদ্যালয় থেকে পড়াশোনা শুরু করে তিনি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। পরে মেদিনীপুর ডে কলেজ থেকে ফিজিওলজি বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং প্রশাসনিক আধিকারিক হওয়ার লক্ষ্য নিয়ে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি শুরু করেন।
সাফল্যের পথ সহজ ছিল না—২০২১ সালে অল্পের জন্য মেইনস মিস, ২০২২ সালে ইন্টারভিউ পর্যন্ত গিয়েও চূড়ান্ত তালিকায় নাম না থাকা—এই ব্যর্থতা পেরিয়ে ২০২৩ সালের পরীক্ষায় তিনি সাফল্য পান। পরিবারের সমর্থন ও নিজের দৃঢ় মানসিকতাই তাঁর সাফল্যের মূল শক্তি। ভবিষ্যতে স্বচ্ছ প্রশাসনিক পরিষেবা দেওয়ার লক্ষ্য নিয়েই এগোতে চান টিউলিপ।
WBCS-এ জেলায় প্রথম ক্ষীরপাইয়ের টিউলিপ







