বৃদ্ধের মৃত্যু নিয়ে তীব্র সন্দেহ পরিবারের

ইন্দ্রজিৎ মিশ্র ও সুপ্রিয় চক্রবর্তী, স্থানীয় সংবাদ, ঘাটাল: নিখোঁজ বাবার দেহ বাড়ি ফিরতেই উত্তেজনা মৃতের পরিবারে। দাবি উঠল অস্বাভাবিক এই মৃত্যুর তদন্তের। ১৩ জুন বৃহস্পতিবার সকাল প্রায় ১১টা থেকে হঠাৎ উধাও বাবা। আজ শুক্রবার সকালে দিনের আলো ফুটতে বাবার

নিথর দেহ মিলল বাড়ি থেকে প্রায় পাঁচশো মিটার দূরে এক বাঁশ বাগানের মাঝে নালার মধ্যে। মৃতের পরিবারের তরফে অভিযোগ এ মৃত্যু স্বাভাবিক নয়। মৃত্যুর সঠিক তদিন্তের দাবি উঠেছে পরিবারের তরফে। ঘটনা দাসপুর থানার গোবিন্দপুর গ্রামের সামন্ত পরিবারের। ছেলে বিশ্বনাথ সামন্ত জানান বাবা নিমাই সামন্ত ১৩ জুন সকাল ১০টা থেকে হঠাৎই উধাও হয়ে যায়। বেলা বাড়তে তার খোঁজ শুরু হয় জোর কদমে। তারা দ্বারস্থ হয় দাসপুর থানায়। কিন্তু রাত প্রায় ২টা পর্যন্ত অনেক খোঁজা খুঁজি করেও বাবার খোঁজ মেলেনি। ১৪ জুন শুক্রবার নিমাই বাবুর নিথর দেহ উদ্ধার হয় বাড়ি থেকে কিছু দূরে এক বাঁশ

বাগানের ভেতর থেকে। অভিযোগ দেহে ছিল একাধিক আঘাতের চিহ্ন। দাসপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। জানা গেছে নিমাই বাবুর ধান্যখাল বাজারে একটি সাইকেল রিপেয়ারের দোকান সেই দোকানের আয় থেকেই সংসার চালাতেন বছর ৬৭ এর নিমাই সামন্ত। শুক্রবার সন্ধ্যেতে দেহ বাড়িতে পৌঁছাতেই ক্ষোভে ফেটে পড়েন পাড়া প্রতিবেশী পাশাপাশি মৃত নিমাই বাবুর ছেলে ও মেয়ে। দাবি ওঠে এই মৃত্যুর প্রকৃত তদন্ত চাই। পুলিশ জানিয়েছে এখনও লিখিত অভিযোগ দায়ের হয়নি তবে প্রাথমিকভাবে ভাবে দেহের ময়না তদন্ত হয়েছে। রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ অনেকটা স্পষ্ট হবে। পরিবারের তরফে জানানো হয়েছে দেহের সৎকার শেষ হলেই সমস্ত বিষয় নিয়ে তারা দাসপুর থানায় অভিযোগ দায়ের করবে।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। দাসপুর থানা এলাকার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 8641911627/8537002125/9732738015 •ইমেল: ss.ghatal@gmail.com