বাবলু মান্না, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুরের নিশ্চিন্তপুরে বৃদ্ধের অস্বাভাবিক মৃত্যু। মৃত্যুর কারণ স্পষ্ট নয় পরিবারের কাছে। মৃত ওই বৃদ্ধের নাম নিমাই শাসমল (৭৫)। বাড়ি ওই এলাকাতেই।
স্থানীয় পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, ২৫ এপ্রিল বিকেল নাগাদ নিমাইবাবু বাড়ির পেছনের দিকের বাথরুমে গিয়েছিলেন। সেখানেই তাঁকে কিছু কামড়েছে বলে তিনি অনুভব করেন। কিন্তু চোখে কম দেখার কারণে ঠিক বুঝতে পারেননি কী কামড়েছে। ফিরে এসে পরিবারের লোককে জানাতে তাঁরা তৎক্ষণাৎ সোনাখালি গ্রামীণ হাসপাতালে তাঁকে ভর্তি করেন। রাত সাড়ে ৯ টা নাগাদ হাসপাতালেই তাঁর মৃত্যু হয়। চিকিৎসকদের প্রাথমিক অনুমান চন্দ্রবড়া সাপে কেটেছিল নিমাইবাবুকে।
নিমাইবাবুর ছেলে রমেশ শাসমল বলেন, কালাচ সাপের কামড়েও মৃত্যু হতে পারে। যদিও দীর্ঘদিন ধরে বাবা ক্যানসারে ভুগছিলেন।