তনুপ ঘোষ: উদ্ধার হল বিশাল আকারের কাল কেউটে সাপ। আজ ৩০ জুন মঙ্গলবার সকালে ঘাটাল থানার মহারাজপুর এলাকায় একটি ক্লাবের মধ্যে এই সাপটিকে দেখে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দাসপুরের সুলতাননগর বিটের বনদপ্তরের কর্মীরা এসে সাপটি উদ্ধার করে নিয়ে যায়। অন্যদিকে ঘাটালে এসডিওর বাংলো থেকেও একটি সাপ উদ্ধার করা হয়। বর্ষার জল মাঠে, জঙ্গলে জমে যাওয়ায় লোকালয়ে আশ্রয় নিচ্ছে সর্পকুল। বর্তমানে সাপ নিয়ে অহেতুক ভয় পেয়ে না মেরে বনদপ্তরে খবর দিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষার দায়ভার তুলে নিয়েছে সচেতন মানুষজন। এটা খুবই ভাল লক্ষ্মণ বলে উল্লেখ করেন পরিবেশ কর্মীরা।
এসডিও বাংলো সহ ঘাটালের দুটি জায়গায় সাপ উদ্ধার
Published on: June 30, 2020 । 5:43 PM





