অরুণাভ বেরা, ‘স্থানীয় সংবাদ’ ঘাটাল: সম্পূর্ণ স্বতন্ত্র এক বিষয় নিয়ে পড়তে চায় ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে নবম তুহিন রঞ্জন অধিকারী। মহাকাশ বিদ্যা নিয়ে পড়তে চায় তুহিন। সে ঘাটাল মহকুমার দাসপুর বিবেকানন্দ হাই স্কুলের ছাত্র। তার প্রাপ্ত নাম্বার ৪৮৮। তুহিন এর বাবা তুষার রঞ্জন ভেটেরেনারি দপ্তরের অবসরপ্রাপ্ত কর্মচারী। মা মধুমিতা গৃহবধূ। মোটামুটি একটা রুটিন মেনে পড়াশোনা করতো তুহিন। ৮ থেকে ৯ ঘন্টা পড়াশোনা করত। এই সাফল্যর জন্য বাবা-মার যেমন অবদান আছে, পাশাপাশি স্কুলের শিক্ষকরাও সহযোগিতা করেছেন বলে তুহিন বলে। বাবা-মায়ের একমাত্র সন্তান
তুহিন কোনও দিন মোবাইলে গেম খেলত না। অবসর সময় সে কবিতা লেখে।ক্রিকেট খেলে মাঝে মাঝে।
অংক প্রিয় বিষয়। সারা বছর ফাঁকি দিয়ে পরীক্ষার তিন মাস আগে পড়াশুনায় সে বিশ্বাসী নয়। বছরের প্রথম থেকে ভালোভাবে পড়াশোনা করলে ভালো রেজাল্ট হওয়া সম্ভব বলে তুহিন বলে। তুহিন মাধ্যমিকে রাজ্যে অষ্টম স্থান অধিকার করেছিল। টেক্সট বই খুঁটিয়ে পড়া এবং লেখার অভ্যাস জরুরি বলেছে জানালো।