নিজস্ব সংবাদদাতা: গ্রামপঞ্চায়েত স্তরে ব্যাপক রদবদল। বছরের শুরুতেই এক লপ্তে বদলি করা হল ঘাটালের ৪৪ জন গ্রামপঞ্চায়েত ইঞ্জিনিয়ারকে। যাদের পোশাকি নাম নির্মাণ সহায়ক। তবে এটা রুটিন বদলি বলেই জেলা সূত্রে জানা গেছে। গত ৩ জানুয়ারি পশ্চিম মেদিনীপুর জেলার এক নির্দেশিকায় জেলাজুড়ে ১৭৭ জন নির্মাণ সহায়কের বদলি করা হয়েছে। সেই তালিকায় ঘাটাল মহকুমার পাঁচ টি ব্লকের মোট ৪৪ জন রয়েছে। এই ৪৪ জন ঘাটাল মহকুমার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। তারমধ্যে ঘাটাল ব্লকের ১১ জন, দাসপুর-২ ব্লকের ১২ জন, দাসপুর-১ ব্লকের ৯ জন, চন্দ্রকোনা-২ ব্লকের ৬ জন এবং চন্দ্রকোনা-১ ব্লকের ৬ জন রয়েছে। তাদের জায়গায় অন্যদের আনা হয়েছে। তবে এই নির্দেশিকায় অনেকের বদলি কাছাকাছি হলেও কারও কারও দূরেও হয়েছে বলে বিশেষ সূত্রে জানা গেছে। তাৎপর্যপূর্ণভাবে ঘাটাল ব্লকের সুলতানপুর গ্রাম পঞ্চায়েতের আলোচিত ইঞ্জিনিয়ার ঝতেন মান্নার বদলি এই নির্দেশিকায় অনেকটাই বাড়ির কাছাকাছি করা হল।