কর্মস্থল থেকে বাড়ি ফিরতে চেয়ে আবারও মৃত্যু দাসপুরের পরিযায়ী শ্রমিকের। অসমর্থিত সূত্র মারফৎ জানাযাচ্ছে মহারাষ্ট্র থেকে বাসে করে ফেরার পথে ওড়িশার কিছু আগে বাসের মধ্যেই মৃত্যু হয়েছে দাসপুর থানার রাজনগর গ্রাম পঞ্চায়েত এলাকার গোকুলনগর গ্রামের কমল সেনাপতি(৪৩) নামের এই স্বর্ণ শিল্পীর। প্রতিবেশী গৌতম পাত্র জানিয়েছেন তাঁদের কাছেও এ খবর এসে পৌঁছেছে। গ্রামে এখন শোকের ছায়া!
বাসের অন্যান্য যাত্রীদের থেকে জানা গেছে ২৬ মে মহারাষ্ট্র থেকে ঘাটালের উদ্দেশ্যে রওনা দেয় এই বাস। পথে অসুস্থ হয়ে পড়েন কমলবাবু। আজ সকালেও বমি পায়খানা করেন তিনি।
অন্যান্য যাত্রীরা রাস্তার ধারের একাধিক হাসপাতালে ভর্তি করার চেষ্টা করেন কিন্তু কোথাও ভর্তি না নেওয়ায় বাসেই আসছিলেন অসুস্থ কমল সেনাপতি। অবশেষে আজ দুপুরেই মৃত্যু হয় তাঁর। অতিরিক্ত গরম থেকে স্ট্রোকের কারণে এই মর্মান্তিক মৃত্যু বলে যাত্রীদের প্রাথমিক ধারণা।
উল্লেখ্য পায়ে হেঁটে বাড়ি ফিরতে চেয়ে গত ২১ মে পথেই মৃত্যু হয়েছিল দাসপুরের সেকেন্দারি এলাকার এক পরিযায়ী শ্রমিকের। আজ আবারও সেই বাড়ি ফিরতে গিয়েই পথে মৃত্যু দাসপুরের এই পরিযায়ী শ্রমিকের।