বাবলু মান্না, স্থানীয় সংবাদ, ঘাটাল: ম্যাজিক গাড়ি আটকে রেখে বিক্ষোভ, অবরোধ। শ্রীবরা-মহিষঘাটা রুটে অনির্দিষ্টকালের জন্য যাত্রী পরিবহণ বন্ধের ডাক দিল টোটো চালকরা। গত কাল ওই রুটে একটি টোটো থেকে যাত্রী নামিয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ। এক ম্যাজিক গাড়ির চালকই ওই কাজ করেছিলেন। তারই প্রতিবাদেই আজ সাত সকালেই কুল্টিকুরীতে ম্যাজিক গাড়ি আটকে রেখে বিক্ষোভে শামিল হলেন টোটোচালকরা। ফলে দুর্ভোগে পড়তে হয় যাত্রীদের। উল্লেখ্য শ্রীবরা থেকে মহিষ ঘাটার ব্রিজ পর্যন্ত শ্রীবরা টোটো ইউনিয়নের টোটো ৩০ টির বেশি টোটো চলে। টোটো চালকদের অভিযোগ সম্প্রতি স্থানীয় পঞ্চায়েতের নির্দেশে ওই রাস্তায় কোলাঘাট থেকে মহিষ ঘাটা ব্রিজ পর্যন্ত ম্যাজিক গাড়ির চলাচল শুরু হয়েছে। এর ফলে টোটো চালকদের রুটিতে টান পড়ছে বলে অভিযোগ। এর জেরে টোটো চালকদের মধ্যে পুঞ্জিভূত ক্ষোভের সঞ্চার হয়। গতকালের ঘটনায় সেই খবর বহিঃপ্রকাশ ঘটে। আজ ৮ ডিসেম্বর সকাল থেকে চলাচলকারী সমস্ত ম্যাজিক গাড়ি আটকে, ও নিজেদের টোটো বন্ধ রেখে এক প্রকার অবরোধে শামিল হয় টোটো ইউনিয়ন। এর জেরে সমস্যায় পড়তে হয়, নিত্যযাত্রীদের।