এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

বিধানসভা ভোটের আগে ঘাটালের গঙ্গাপ্রসাদে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, গ্রেফতার – ২

Published on: November 22, 2020 । 9:40 PM

মনসারাম কর: ২০২১ বিধানসভা নির্বাচনের আগে ঘাটালে শুরু রাজনৈতিক সংঘর্ষ। ওই সংঘর্ষে জখম হয়ে এক বিজেপি কর্মী ঘাটাল হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানা গিয়েছে। ২১ নভেম্বর রাতে ঘাটাল থানার মনশুকা-২ অঞ্চলের গঙ্গাপ্রসাদ এলাকায় রাজনৈতিক সংঘর্ষটি বলে পুলিশ জানিয়েছে। ওই ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিজেপি জানিয়েছে, ওই দু’জনই তাদের দলের কর্মী। বিজেপির উত্তর মণ্ডল সভাপতি তারক বেরা জানান, কয়েকদিন আগে থেকেই হুমকি আসছিল তৃণমূলের তরফে, শনিবার রাতে ১১ টার সময় তৃণমূলের হারু হাজরা সহ বেশ কয়েকজন চাড়াও হয় আনন্দ হাজরা নামে বিজেপির এক কর্মীর উপর। তাঁর উপর ধারালো অস্ত্রের আঘাত করা হয়। আনন্দ হাজরা বর্তমানে ঘাটাল মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।
অপরদিকে বিজেপির দিকে অভিযোগ তুলে ঘাটালের বিধায়ক শংকর দোলই বলেন ২১ নভেম্বর রাতে বিজেপি বিশ্বনাথ দোলই সহ অন্যান্য কর্মীরাই তৃণমূল কর্মী শিবরাম হাজরার উপর হামলা চালিয়েছে। তারাও বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। বিধায়ক আরও বলেন অভিযোগের ভিত্তিতে দুই বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে ঘাটাল থানার পুলিশ। ধৃত কার্তিক দোলই ও সৌরভ দোলইকে আগামী কাল কোর্টে তোলা হবে বলে জানা গেছে। বিধানসভা ভোটের আগে ও পরে ঘাটালের রাজনৈতিক পরিবেশ যে নরম থাকবে না তার ইঙ্গিৎ মিলেছে এই ঘটনায়।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।