এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

লাউশাক কাটা থেকে ভাইয়ে ভাইয়ে কাটাকাটি,দাসপুরের ধর্মা গ্রামে গ্রেপ্তার তিন,গুরুতর জখম বাবা ছেলে

Published on: September 18, 2020 । 8:29 PM

ইন্দ্রজিৎ মিশ্র:বাড়ির লাউ শাক কাটা নিয়ে ভাইয়ে ভাইয়ে কাটাকাটি গ্রেপ্তার এক ভাই সহ তিন,ঘাটাল হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে বাবা ও ছেলে। ঘটনা দাসপুর থানার নন্দনপুর ২ গ্রাম পঞ্চায়েত এলাকার ধর্মা গ্রামের।

গ্রামবাসীদের থেকে জানা গেছে গ্রামের দোলই পরিবারের নিত্যানন্দ ও প্রেমানন্দের পরিবারের মধ্যে লাউ শাক কাটা নিয়ে বাড়ির মহিলাদের মধ্যেকার বচসা গড়ায় পুরুষদের কাছে। তাদের মধ্যেই কথা কাটাকাটি থেকে হাতাহাতি। মারধর চলে লোহার রড দিয়েও। তাতেই গুরুতর জখম প্রেমানন্দ ও তার ছেলে। অবস্থা বেগতিক দেখে দাসপুর থানায় খবর দিলে ঘটনাস্থলে পৌঁছায় দাসপুর পুলিশ।

অভিযোগের ভিত্তিতে এই ঘটনায় নিত্যানন্দ দোলই,তার স্ত্রী ও দুই ছেলেকে দাসপুর পুলিশ থানায় নিয়ে গেছে। পুলিশের কাজে খুশি গ্রামবাসী।

যদিও স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান জানিয়ে দিয়েছেন এই পারিবারিক বিবাদের কোনো লিখিত বা মৌখিক অভিযোগ তিনি পাননি

ইন্দ্রজিৎ মিশ্র

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। দাসপুর থানা এলাকার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 8641911627/8537002125/9732738015 •ইমেল: [email protected]

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now