এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

চোরকে ধরে পুলিশের হাতে তুলে দিতে গিয়ে পুলিশের হাতে মার খেল জনতা

Published on: June 24, 2024 । 9:16 AM

বাইক সহ বাইক চোরকে হাতেনাতে ধরল জনতা। উল্টে পুলিশের কাছে হেনস্থা হতে হল চোর উদ্ধারকারী জনতাকেই। ক্ষুব্ধ এলাকাবাসী।

আজ সোমবারের সকালে এমনই ঘটনায় রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে চন্দ্রকোণা পৌরসভা এলাকায়। ক্ষিপ্ত জনতার মুখ থেকেই শুনে নিন ঘটনার কথা…

স্থানীয়দের থেকে জানা যাচ্ছে, চন্দ্রকোণা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাজকুমার খামরুইয়ের মোটর বাইকটি কয়েকদিন আগে চুরি হয়ে যায়। সেই নিয়ে চন্দ্রকোণা থানায় অভিযোগ দায়ের করেছিল রাজকুমার। অবশেষে আজ সকালে ওই বাইক চোরকে হাতেনাতে ধরে ফেলে এলাকার মানুষজন। চোরকে ধরে গণধোলাই দেওয়া হয় এবং তার হাত দুটি পেছনে বেঁধে রাস্তা দিয়ে হাঁটিয়ে নিয়ে গিয়ে তুলে দেওয়া হল পুলিশের হাতে। ধৃতের নাম দুলাল জমাদার, বাড়ি গড়বেতা থানার রসকুণ্ডু এলাকার। তবে চোরকে পুলিশের হাতে তুলে দিতে গিয়ে পুলিশের হাতে মার খেতে হল স্থানীয়দের।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।