সন্তু বেরা, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: দাসপুরে দুঃসাহসিক চুরি(Theft)। নগদ ৫০ হাজার টাকা, বাড়ির মধ্যেকার কাঁসা পিতলের বাসন, টিভি(TV) [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] ছাড়াও আলমারির লকারে(locker) রাখা সমস্ত সোনার গহনা(Gold jwellery) যার ওজন প্রায় ২০০ থেকে ৩০০ গ্রাম হবে। সবমিলিয়ে চুরি যাওয়া সামগ্রীর বাজার মূল্য ২০ লক্ষ টাকা ছাড়াবে। জানা গেছে ২০১৮ সালেও এই একই বাড়িতে চুরির ঘটনা ঘটেছিল। ঘটনা দাসপুর থানার(Daspur police station) বৈকুণ্ঠপুর গ্রামের মণ্ডল পরিবারে। স্ত্রী লক্ষ্মী মণ্ডল জানান, স্বামী উৎপল কর্মসূত্রে বাইরে। শনিবার ঘাটালে(Ghatal) বাপের বাড়িতে ছিলেন। রবিবার সকাল প্রায় ৮টা নাগাদ বাড়ি ফিরে দেখেন বাড়ির মধ্যে সমস্ত জিনিসপত্র তছনছ। বাসনপত্র, টিভি, নগদ টাকা পয়সা পাশাপাশি গহনা কিচ্ছু নেই। নগদ ছিল ৫০ হাজার টাকা। শুধু তাই নয় সোনার গহনার পরিমান প্রায় ৩০০গ্রাম। সবমিলিয়ে প্রাথমিকভাবে ধরণা করা হচ্ছে ২০ লক্ষ টাকার চুরি ওই মণ্ডল বাড়িতে। রাতের অন্ধকারে বাড়ির ছাদের ইঁট ভেঙে ছাদের দরজার তালা ভেঙে এই দুঃসাহসিক চুরির ঘটনা বলে প্রাথমিক ধারণা। ইতিমধ্যেই ওই পরিবার দাসপুর থানার দ্বারস্থ হয়েছে। পুলিশ ওই বাড়িতে গিয়ে সমস্ত ঘটনা খতিয়ে দেখছে। তবে শীতের রাত বাড়ির মধ্যে এত গহনা,নগদ টাকা রাখা এবং বাড়ির মধ্যে না থাকা সচেতনতার অভাব তো আছেই।