এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দুই বন্ধুর সাইকেলের রেষারেষিতে গুরুতর আহত ১

Published on: August 30, 2019 । 10:50 PM

ঘাটাল মেদিনীপুর সড়কে দাসপুর থানার রাজনগর গ্রাম পঞ্চায়েতের অধীন হোসেনপুরে আজ সন্ধ্যায় গুরুতর আহত অবস্থায় উদ্ধার হল এক কিশোর। আহত ওই কিশোরকে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঘাটাল হাসপাতালে পাঠায়। আহত ওই কিশোরকে দেখতে ছুটে আসেন ঘাটালে বিধায়ক শঙ্কর দোলই।

উদ্ধারকারীরা জানান,অবস্থার অবনতি হতে থাকলে ওই কিশোরকে ঘাটাল হাসপাতাল থেকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। আহতের চিকিৎসার যাতে কোনোরকমে গাফিলতি না হয় সে বিষয়ে নজর রাখছেন বিধায়ক। তিনি আহতের পরিবারকে আর্থিক সাহায্যও করছেন।

জানাগেছে আহত কিশোরের নাম বিশ্বনাথ পুরুষ্টী,রাজনগর ইউনিয়ন হাইস্কুলের নবব শ্রেনির ছাত্র। তারা দুই বন্ধু মিলে সামাটের দিক থেকে সাইকেলে রেষারেষি করে আসার পথে হোসেনপুর স্কুলের কাছে ঘাটাল মেদিনীপুর সড়কে এক ব্যক্তিকে ধাক্কা দিয়ে বিশ্বনাথ রাস্তার মধ্যেই সাইকেল নিয়ে পড়ে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। বিশ্বনাথের মাথায় যথেষ্ট চোট আছে। ঘাটালে তার স্ক্যান রিপোর্ট দেখেই তাকে তড়িঘড়ি কলকাতা পাঠানো হয়েছে।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭