এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

সময়ে কালী হাতে তুলে দেওয়া ঘাটালের শিল্পীদের কাছে বড় চ্যালেঞ্জ

Published on: October 24, 2019 । 10:04 PM

মাঝে আর মাত্র হাতে গোনা ১টা দিন। শনিবার বিকেল বা রবিবারের সকালের মধ্যেই বায়নাদারদের হাতে এ বছরের কালী প্রতিমা তুলে দিতে হবে। কিন্তু এদিকে নিম্নচাপের জেরে বুধবার থেকে লাগাতার বৃষ্টি কপালে ভাঁজ ফেলেছে ঘাটাল মহকুমার প্রতিমা শিল্পীদের। আবহাওয়া দপ্তরের কথায় এ বৃষ্টি রবিবারের আগে থামবে না। এদিকে সারিসারি অসম্পূর্ণ কালি প্রতিমা শিল্পীর হাতে পূর্ণতা পেয়ে ভক্তের ঘরে পুজিত হবার অপেক্ষায়।

আকাশের মুখ ভার দিনভর বৃষ্টি অগত্যা আগুন জ্বেলে কিংবা পাখার হাওয়ায় ঠাকুর এবং ঠাকুরের রঙ শুকনো করার কাজ চলছে। প্রতিমা শিল্পীরা জানাচ্ছেন রোদের তাপ না পাওয়ায় রঙ ঠিকঠাক ফুটে উঠছে না। একাধিকবার রঙের প্রলেপ দিতে হচ্ছে,লাগছে অতিরিক্ত শ্রম,শ্রমিক বাড়ছে খরচ। তাই এবার কালি পুজায় প্রতিমা শিল্পীরা লাভের মুখ দেখবেন কি দেখবেন না তা নির্ভর করছে আকাশে সূর্যের আলো ফোটার উপর।
দাসপুর রাজনগরের এক প্রতিমা শিল্পী গোরাচাঁদ পাঠক জানালেন,বুধবার থেকে লাগাতার বৃষ্টির জেরে রবিবার সকালের মধ্যে ক্রেতাদের হাতে প্রতিমা তুলে দিতে তাঁর খরচ অনেকটাই বেড়ে যাচ্ছে। বৃষ্টির জন্য অতিরিক্ত ছাউনির ব্যবস্থা করতে হয়েছে,লাগাতে হচ্ছে অতিরিক্ত শ্রমিক। লাভ তো দূরের কথা সময়ের মধ্যে ঠাকুর ক্রেতার হাতে তুলে দেওয়াই এখন গোরাচাঁদবাবুর কাছে বড় চ্যালেঞ্জ।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

দেড় মাসের বিবাহিত জীবন,স্বামীর সাথে মা আরও ৪ টি প্রাণ শেষ!

বিশ্ব পরিবেশ দিবসে ঘাটাল বি.এড.কলেজ ক্যাম্পাসে ভেষজ উদ্যানের সূচনা

ঘাটালের এই বৃদ্ধের দিনকাটে কলকাতার কালীঘাটে ভিক্ষা করে, ফিরতে চান ছেলেদের কাছে নিজের বাড়িতে!

দাসপুরে পুলক মাস্টারের হাত ধরে নাট্য বিপ্লব,সময়ের বাইরে গিয়ে শিক্ষকের নাট্য চর্চা

ঘাটাল জুড়ে ভয়াবহ পথ দুর্ঘটনা! মর্মান্তিক মৃত্যু! প্রাণ বাঁচাতে যা করবেন। দেখে রাখুন দুর্ঘটনার কবলে পড়ে চেনা অচেনা মানুষগুলো প্রাণে বেঁচে যেতে পারেন

উচ্চ বেতনের চাকরি ছেড়ে জনসেবার উদ্দেশ্যে IAS পরীক্ষার প্রস্তুতি! ঘাটালে কর্মশালায় জেলাশাসকের বক্তব্যে আপ্লুত ছাত্রছাত্রীরা