এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুরের সাগরপুরে ট্যারেন্টুলার আতঙ্ক

Published on: May 16, 2021 । 9:31 PM

করোনার মাঝে দাসপুরের সাগরপুর এলাকায় বিষাক্ত মাকড়শার আতঙ্ক। আজ ১৬ মে রবিবার দাসপুর ১ ব্লকের সাগরপুরের বাসিন্দা সেখ মুসারুদ্দিন নিজের বাড়ির মধ্যে এক ক্ষিপ্র মাকড়শাকে দেখেন। মাকড়শাটি বেশ লোমশ এবং আক্রমনাত্মক। তিনি সাথে সাথে মাকড়াশাটিকে মেরে ফেলেন। ওই বাসিন্দা বলেন,কাগজে অনেকবার ট্যারেন্টুলা মাকড়শা দেখেছি। আজকের এই মাকড়শা দেখে সেই ট্যারেন্টুলা মনে হল। তাঁর বক্তব্য এই ধরনের এমন বড় এবং ক্ষিপ্র স্বভাবের মাকড়শা তিনি আগে দেখেননি। আজকের এই ঘটনায় তাঁরা বেশ আতঙ্কিত।

উল্লেখ্য গ্রীষ্মের পর বৃষ্টি শুরু হলে দাসপুর জুড়ে নানা ধরনের পোকামাকড় রাতের অন্ধকারে বাড়ির আলো দেখে বাড়ির মধ্যে চলে আসে। তাদের মধ্যে অনেকেই বিষাক্ত এবং আমাদের জন্য ক্ষতিকর হয়। তাই বাড়ির প্রতিটি কোণার পাশাপাশি বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে বাড়িতে বিষাক্ত পোকামাকড়ের আনাগোনা কমবে।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now