দেবের নয়া টি-শার্ট নিয়ে রাজনৈতিক জল্পনা…

নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ, ঘাটাল: ঘাটালের সাংসদ দীপক অধিকারীর(দেব) এই টি-শার্টটি নিয়ে ঘাটাল মহকুমায় রাজনৈতিক জল্পনা তুঙ্গে। ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি হিসেবে মনোনীত হওয়ার পরই দেবকে বিশেষ লেখা সম্বলিত এই টিশার্টটি পরতে দেখে অনেকের মনে প্রশ্ন জেগেছে। টি-শার্টে লেখা রয়েছে, ‘তুই কি চিনিস আমি কি জিনিস’। রাজনৈতিক মহলের ধারণা, ঘাটালের কোনও তৃণমূল নেতাকে কটাক্ষ করেই দেব টি শার্টে ওই লেখা লিখেছেন। কারণ, ২০২০ সালে আগস্ট মাসে ঘাটাল কলেজের তৎকালীন গভর্নিং বডির সভাপতিকে সরিয়ে দেবকে সভাপতি করা হয়েছিল। দেব আনুষ্ঠানিক ভাবে সভাপতির পদে বসার আগেই তাঁকে আবার সরিয়ে দেওয়া হয়। চলতি বছর আগস্ট মাসে ওই কলেজের সভাপতি হিসেবে দেবকে আবার মনোনীত করা হয়েছে। এই ঘটনা পরম্পরা থেকেই সবার মনে পরিষ্কার ধারণা হয়েছে, দেব ২০২০ সালের ‘বদলা’ নিতেই ফের সভাপতি পদে বসছেন। দেবের ঘনিষ্ঠ মহলের কাছ থেকে জানা গিয়েছে, দেব সভাপতির পদে বেশিদিন থাকবেন না। কারণ, সেই এক! ২০২০ সালের ঘটনা তাঁর খুবই আত্মসম্মানে লেগেছিল। সেটাতে ‘মলম’ লাগানোর জন্যই তিনি কয়েক দিনের জন্য সভাপতির পদ অলংকৃত করে থাকবেন।
দেবের এই বিশেষ লেখা টি-শার্ট নিয়ে তাঁর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে সাংসদ প্রতিনিধি রামপদ মান্না বলেন, দাদা(দীপক অধিকারী) সংকীর্ণ মানসকিতার রাজনীতি করেন না। তাই দাদা একটা সাধারণ কোনও নেতাকে কটাক্ষ করার জন্য ওই ভাবে টি-শার্ট পরতে যাবেন কেন? দাদা বিভিন্ন ধরনের পোশাক পরতে পছন্দ করেন। এই টি-শার্টটিও সেই ভিন্ন ধরনের পোশাকের মধ্যেই পড়ে।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।