এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুরের নাড়াজোলে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে পড়ল যুবক

Published on: February 12, 2020 । 3:25 PM

দাসপুর থানার নাড়াজোলে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল বছর ত্রিশের এক যুবক। বুধবারের দুপুরে দুপুর প্রায় ১টা নাগাদ দাসপুর থানার নিজ নাড়াজোল গ্রাম পঞ্চায়েত এলাকার নাড়াজোল গ্রামেরই রায় পরিবারের শুভাশিস রায়(৩০) বাড়িতেই গলায় ফাঁস লাগিয়ে ঝুলে পড়ে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

শুভাশিসের বাবা পঙ্গজ রায় তৎক্ষনাৎ ছেলেকে নাড়াজোল গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার শুভাশিসকে মৃত বলে জানান। শুভাশিসের এই অকাল প্রয়াণে নাড়াজোলের রায় পাড়ায় এখন শোকের ছায়া। পরিবার সূত্রে জানা গেছে শুভাশিস মানসিকভাব ভারসাম্যহীন ছিল। মনে করা হচ্ছে এই মৃত্যুর পিছনে শুভাশিসের মানসিক ভারসাম্যহীনতাই মূল কারণ।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭