এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

আজ ছাত্রীর দেহ পৌঁছতেই শোকে বিহ্বল খড়ার শহর

Published on: December 16, 2020 । 8:07 PM

তৃপ্তি পাল কর্মকার:গতকাল ১৫ ডিসেম্বর নিজের বাড়িই ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল খড়ার শহরের পিঙ্কু কর্মকারের(১৪)। সঙ্গে সঙ্গে তাকে ঘাটাল হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয়। পিঙ্কু খড়ার বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী ছিল। তার এই মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। খড়ারের বাসিন্দারা পিঙ্কুর এই মৃত্যুকে কোনও ভাবে মেনে নিতে পারেননি। ময়না তদন্তের পর আজ দুপুরে পিঙ্কুর দেহ শহরে ঢুকতেই চোখের জল ধরে রাখতে পারেননি অনেকেই।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad