কুমারেশ চানক, স্থানীয় সংবাদ, ঘাটাল: আজ ১৬ জুলাই সাত সকালেই ঘাটাল থানার কিসমত দীর্ঘগ্রামের একটি পুুকুর থেকে এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ওই মহিলার নাম মাধবী বেরা(৬২)। ওই গ্রামেই বাড়ি। বৃদ্ধা দুদিন ধরে নিখোঁজ ছিলেন। আজ সকালে পাশের একটি পুকুর থেকে গলায় হাঁড়ি বাঁধা অবস্থায় মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিসকে খবর দেন। পুলিস জানিয়েছে, তারা মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের ব্যবস্থা করেছে। ময়না তদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।