সৌমেন মিশ্র, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: দাসপুর থানার রামদাসপুর(Ramdaspur) গ্রামের এক জঙ্গলের মধ্য থেকে এক ঝুলন্ত দেহ উদ্ধার করলো পুলিশ(police)। শনিবার সকাল প্রায় ১১টা নাগাদ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের(post mortem) জন্য পাঠিয়েছে দাসপুর(Daspur)থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, দেহটি রামদাসপুর গ্রামের বাসিন্দা বছর ২৭ এর অজিত সিং এর। কয়েকদিন ধরেই সে নিখোঁজ(missing) ছিল। ইতিমিধ্যেই দেহটিতে পচন শুরু হয়েছে। গ্রামবাসীরা জানাচ্ছেন কয়েকদিন আগে গ্রামে একটি সাইকেল চুরি(theft) হয়। তা নিয়ে এই অজিতকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। সেই সময় সামান্য বচসাও হয়। সেই থেকেই অজিতের খোঁজ মেলেনি। আজ শনিবারের সকালে অজিতের বাড়ির কিছু দূরে জঙ্গলের মধ্যে এক শ্যাওড়া গাছের ডালে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পুলিশ জানাচ্ছে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হচ্ছে। রিপোর্ট হাতে পেলেই ঘটনা অনেকটা স্পষ্ট হবে।