অনামিকা বন্দ্যোপাধ্যায়, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: প্রেমঘটিত কারণেই কি যুবতী নিজেকে এভাবে শেষ করে দিলেন!
[✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]
গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করলেন এক যুবতী। ওই যুবতীর(young woman) নাম দেবলীনা ঘোষ(১৮)। চন্দ্রকোণা থানার ভগবন্তপুরে বাড়ি। আজ দুপুরে তিনি গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা(suicide) করেন। পুলিশ(Police) ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যুবতী যে রুমে থাকতেন আজ দুপুরে সেই রুম থেকে হঠাৎই ধোঁয়া বের হতে শুরু করে। বাড়ির লোকেরা গিয়ে দেখেন যুবতীর দেহের পোশাক দাউদাউ করে জ্বলছে। কোনও রকমে আগুন নিভিয়ে চন্দ্রকোণা গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। কী কারণে দেবলীনা এভাবে গায়ে আগুন ধরালেন তা নিয়ে ধন্দে রয়েছে পুলিশ। তবে প্রেম ঘটিত কারণে এই পরিণতি হওয়ার বিষয়টি পুলিশ উড়িয়ে দিচ্ছে না।