এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য

Published on: April 21, 2023 । 8:32 PM

শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর থানার রামপুরে এক গৃহবধূর গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে এলাকায়  [‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] চাঞ্চল্য ছড়িয়েছে। আজ ২১ এপ্রিল শুক্রবার গৃহবধূর শোবার ঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। গৃহবধূর নাম রুম্পা রানি সাউ(৩৮)। জানা যাচ্ছে, প্রায় দেড় বছর ধরে রুম্পাদেবী নানারকম শারীরিক সমস্যায় ভুগছিলেন। চিকিৎসার জন্য বিভিন্ন জায়গায় গিয়েছেন। শারীরিক সমস্যার কারণে মানসিক অবসাদ থেকেই হয়তো আত্মহত্যার পথ বেছে নিয়েছেন ওই গৃহবধূ এমনটাই প্রাথমিকভাবে অনুমান করছে পুলিশ। পুলিশ জানিয়েছে, মৃতদেহের ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে।

গৃহবধূর স্বামী গৌর সাউ জানাচ্ছেন, আজ দুপুরে তিনি তাঁর শাশুড়িকে আজুড়িয়ায় গৃহবধূর বাপের বাড়িতে দিতে গিয়েছিলেন। ছোট ছেলে টিউশন পড়তে গিয়েছিল এবং বড় ছেলে পড়াশোনার সূত্রে বাইরে থাকে। বাড়িতে কেউ না থাকার সুযোগেই গৃহবধূ আত্মহত্যা করেছে বলে অনুমান গৌরবাবুর।

শ্রীকান্ত ভুঁইঞা

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9547022372/9427357237/9732738015 •ইমেল: [email protected] •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad •ফেসবুক: https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/