সন্তু বেরা, স্থানীয় সংবাদ, ঘাটাল: স্বাস্থ্যই সম্পদ। গ্রামের মানুষ স্বাস্থ্য সম্বন্ধীয় যাবতীয় সুবিধা পায় [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র থেকে। আজ বুধবার এমনই এক উপ-স্বাস্থ্য কেন্দ্রের শুভ উদ্বোধন হল দাসপুরের লাওদা গ্রামে। লাওদা গ্রাম ছাড়াও দাসপুর ১ গ্রাম পঞ্চায়েতের সুজানগর,পদমপুর,শ্যামসুন্দরপুর,শিমুলতলা গ্রামেরও বেশ কয়েক হাজার মানুষ এই উপ-স্বাস্থ্য কেন্দ্র থেকে স্বাস্থ্য সম্বন্ধীয় যাবতীয় সুবিধা পাবেন। আজ বুধবার এই কেন্দ্রটির উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন দাসপুর ১ পঞ্চায়েত সমিতির সহসভাপতি অনিল দোলই ও দাসপুর ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান গৌতম দলুই, উপপ্রধান উপপ্রধান মনিরুল ইসলাম ছাড়াও উপস্বাস্থ্য কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ANM পবিত্রা রানী পাত্র পাশাপাশি পাঁচটি গ্রামের আশা কর্মীরা। পবিত্রা রানী পাত্র বলেন নতুন উপ-স্বাস্থ্য কেন্দ্র থেকে আগামী দিনে এলাকাবাসী আরও ভালো স্বাস্থ্য পরিসেবা পাবেন।