এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

OT তেই মৃত্যু, উচ্চমাধ্যমিক দেওয়া হল না সুশান্তের

Published on: January 25, 2026 । 11:29 PM

শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল:  চিকিৎসার গাফিলতির কারণে এক কিশোরের মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল দাসপুর থানার গৌরা এলাকা। মৃত রোগীর নাম সুশান্ত মাজি (১৭)।  সে ওই থানার সাহাপুরের বাসিন্দা।  এই ঘটনায় ক্ষুব্ধ পরিজনরা রবিবার বিকেলে নার্সিংহোমে ব্যাপক ভাঙচুর চালানোর পাশাপাশি ঘাটাল-মেচোগ্রাম রাস্তা অবরোধ করেন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করতে হয়েছে। উত্তেজিত জনতার ছোড়া ইট-পাথরে চার জন পুলিশ কর্মী সহ আমি(শ্রীকান্ত ভুঁইয়া) এবং অন্য মিডিয়ার এক সাংবাদিক সৈয়দ মিজানুর রহমন জখম হই। পুলিশ ও সাংবাদিকদের উপর আক্রমণের জেরে বেশ কয়েক জন উত্তেজিত জনতাকে পুলিশ আটক করে।
সোনামুই হাইস্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্রের এবার উচ্চমাধ্যমিক পরীক্ষা দেওয়া কথা ছিল।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার একটি পথ দুর্ঘটনায় আহত হয়েছিল সুশান্ত। তার ডান হাতে গুরুতর চোট লাগে। পরিবারের সদস্যরা তাকে গৌরার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করেন। চিকিৎসক জানান, অস্ত্রোপচার প্রয়োজন। সেই মতো রবিবার বিকেলে তাকে অস্ত্রোপচার কক্ষ বা ওটিতে নিয়ে যাওয়া হয়। পরিবারের অভিযোগ, ওটিতে ঢোকানোর কিছুক্ষণের মধ্যেই নার্সিংহোম কর্তৃপক্ষ জানায় সুশান্ত হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছে। এই খবর ছড়িয়ে পড়তেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। ভুল চিকিৎসার কারণে কিশোরের মৃত্যু হয়েছে এই অভিযোগে উত্তেজিত জনতা নার্সিংহোমে চড়াও হয়। চলে ব্যাপক ভাঙচুর।
ঘটনার পর থেকেই নার্সিংহোমের মালিক বলরাম সাউ পলাতক। উত্তেজনা চরম আকার নিলে ঘাটাল-মেচোগ্রাম রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন রোগীর আত্মীয়রা। দীর্ঘক্ষণ যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে। খবর পেয়ে দাসপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ আধিকারিকদের আশ্বাসে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও এলাকা এখনও থমথমে। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। নার্সিংহোম কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। তবে সংশ্লিষ্ট চিকিৎসক দেবদীপ কারক জানান, চিকিৎসার কোনও ভুল ছিল না ওটিতে তোলার পরই সে ঘামতে শুরু করে। তার হার্ট  অ্যাটাক করে। অন্যদিকে পশ্চিম মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্যশঙ্কর সারেঙ্গী বলেন, গৌরার ওই নার্সিং হোমে রোগী মৃত্যুর খবর পেয়েছি। কিশোরের মৃত্যুর ঘটনার তদন্তও আলাদাভাবে করা হবে। নার্সিংহোমের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। এলাকায় এখনও চাপা উত্তেজনা রয়েছে।
এভাবে একটি সামান্য অপারেশনের জন্য সুশান্তর মৃত্যু হবে কেউই ভাবতে পারেননি। ফলে তার দেওয়া হল না উচ্চমাধ্যমিক পরীক্ষা।

 

শ্রীকান্ত ভুঁইঞা

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9547022372/9427357237/9732738015 •ইমেল: [email protected] •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad •ফেসবুক: https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/