এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

প্রেমের পরিণতি? চন্দ্রকোণার যুবতীর দেহ উদ্ধার হল হুগলি জেলার জঙ্গলে

Published on: April 8, 2024 । 8:48 AM

অনামিকা বন্দ্যোপাধ্যায়, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: চন্দ্রকোণার যুবতী খুন হল হুগলি জেলায়। ধর্ষণের পরই তাঁকে খুন করা হয়েছে বলে অনুমান করা হচ্ছে।
[‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]
গাছের গোড়ায় হেলিয়ে রয়েছে শরীর। গলায় নীল রঙা ওড়না গিয়ে ফাঁস লাগানো। অবিন্যস্ত পোশাক! আজ রবিবার সাতসকালে ভয়ঙ্কর দৃশ্য দেখা গেল গোঘাট থানার মান্দারণের রাঙামাটি জঙ্গলে। যুবতীর মৃতদেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক শোরগোল পড়ে। আজ দুপুর পর্যন্ত যুবতীর কোনও পরিচয় পাওয়া যায়নি। পরে অবশ্য জানা যায় চন্দ্রকোণা থানা এলাকায় ওই যুবতীর বাড়ি। যুবতীর নাম জবা ভুঁইয়া। ২০ বছর বয়স। পাইকমাজিটায় বাড়ি।

আজ সকালে যুবতীকে দেখে এলাকার কোনও বাসিন্দা চিনতে পারেননি। তাঁদের বক্তব্য, বাইরে থেকেই কেউ এই যুবতীকে এখানে এনেছিলেন। যুবতীর পোশাক অবিন্যস্ত দেখে অভিযোগ উঠছে, তাঁকে ধর্ষণ করার পর গলায় ফাঁস লাগিয়ে খুন করা হয়েছে।

পরে পুলিশের তদন্তে যুবতীর পরিচয় মেলে। প্রেমের কারণেই তাঁকে খুন করা হতে পারে বলে পুলিশ প্রাথমিক ভাবে অনুমান করছে। পুলিশ গোটা বিষয়টি খতিয়ে দেখছে। কিন্তু ময়নাতদন্তের রিপোর্ট আসার আগে পুলিশ ধর্ষণের বিষয়টি নিয়ে বিশেষ কিছু বলতে চায়নি।

Sensitive Image / সংবেদনশীল ছবি

নিচের কোডটি লিখে Unlock করুন।

কোড: 2025

Viewer discretion advised

Powered by eht

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now