দাসপুরে ব্যাঙ্ক থেকেই সাড়ে ৩ লক্ষ টাকা ছিনতাই? পুলিশের হাতে CCTV ফুটেজ

সন্তু বেরা, স্থানীয় সংবাদ, ঘাটাল: আবারও দাসপুর থানার দাসপুর বাজারেই পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকে টাকা তোলার পরই কেপমারি। [‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] এবার ব্যাঙ্কের মধ্য থেকেই প্রায় সাড়ে ৩ লক্ষ টাকা কেপমারির অভিযোগ। জানা যাচ্ছে, আজ সোমবার বেলা প্রায় ১১টা নাগাদ দাসপুরের বড়শিমুলিয়ার এক সিএসপি অর্থাৎ গ্রাহক সেবা কেন্দ্রের টাকা তুলতে দাসপুরের ওই ব্যাঙ্কে আসেন স্বর্ণলতা মাইতি। স্বর্ণলতাদেবীর অভিযোগ, ভিড়ের মাঝে ক্যাশ কাউন্টার থেকে নগদ সাড়ে ৩ লক্ষ টাকা তুলে ব্যাগের মধ্যে রেখে কাউন্টারেই কিছু অফিসিয়াল কাজের জন্য কয়েক মুহূর্ত অন্য মনস্ক হওয়া মাত্রই ওই টাকা সমেত ব্যাগ নিয়ে চম্পট দেয় কেউ। ব্যাগে টাকার পাশাপাশি মোবাইলও ছিল। পরে তিনি বিষয়টি বুঝতে পারেন। এভাবে একেবারে দিনে দুপুরে ব্যাঙ্ক থেকে এত পরিমাণ টাকা কেপমারির ঘটনায় স্বভাবতই চাঞ্চল্য এখন দাসপুরে। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার বলেন,খবরটি শুনলাম। খোঁজ নিয়ে দেখছি। ওই ব্যাঙ্কের ডেপুটি ম্যানেজার রাজু মণ্ডল জানান, ঘটনার সাথে সাথে তাঁরা দাসপুর থানায় খবর দেন। খবর পেয়ে দাসপুর থানার ওসি অমিত মুখোপাধ্যায় ব্যাঙ্কে পৌঁছে তদন্ত শুরু করেছেন। ব্যাঙ্ক থেকে সিসিটিভি ফুটেজ নিয়ে তা খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, মাস কয়েক আগে এই ব্যাঙ্কের সামনে রাজনগরের বাসিন্দা মিষ্টান্ন ব্যবসায়ী অলোক করের ১ লক্ষ টাকা ছিনতাই এর ঘটনা ঘটে। তার আগেও একাধিক বার এই দাসপুর বাজার চত্ত্বরে টাকা ছিনতাই বা কেপমারির ঘটনা ঘটেছে। আজ আবার সাড়ে ৩ লক্ষ টাকার কেপমারি। একাধিক ছিনতাই বা কেপমারির ঘটনায় দোষীদের শনাক্ত করে পুলিশ গ্রেপ্তারও করেছে। এখন দেখার এই স্বর্ণলতাদেবীর সাড়ে ৩ লক্ষা টাকা উদ্ধারে পুলিশ কতটা সফল হয়।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।