এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

সাপের ছোবল খাওয়ার পরেও অবহেলা, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে

Published on: August 31, 2024 । 12:21 PM

বাবলু মান্না, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: মাঠে কাজ করতে গিয়ে সাপের ছোবল খেলেন এক ব্যক্তি। আশঙ্কাজনক অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। আহত ওই ব্যক্তির নাম তপন হাজরা, বয়স ৫৩ বছর। দাসপু্র থানার কুল্টিকরীতে বাড়ি। পরিবার সূত্রে জানা গিয়েছে, আজ শনিবার ওই ব্যক্তি মাঠে অন্যের পাটের জমিতে মজুরের কাজে গিয়েছিলেন। সেইসময় তাকে বিষধর কোনও সাপে ছোবল দেয়। তপনবাবু বুঝতে পারেন তাকে কিছু একটা কেটেছে। তবুও অবহেলা করে সমস্ত কাজ শেষ করে বাড়ি আসেন। তখন তার অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক হয়ে পড়ে। তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আমাদের ‘স্থানীয় সংবাদ’ এর ডিজিটাল মিডিয়ায় প্রতিনিয়ত সাপের নানা ধরনের খবরের মাধ্যমে মানুষকে সচেতন করা হচ্ছে। তবুও কিছু মানুষের হুঁশ ফেরেনি। সাপে কাটলে অযথা আতঙ্কিত না হয়ে ১০০ মিনিটের তাকে AVS দেওয়ার ব্যবস্থা করুন নিকটতম হাসপাতালে গিয়ে। যদি অবহেলা করেন তাহলে আপনারই বিপদ বাড়বে।

বাবলু মান্না

'স্থানীয় সংবাদ'-এর Senior Reporter. ঘাটাল মহকুমার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9933998177/ 9732738015 •ইমেল: [email protected]

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now