বাবলু মান্না, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: রাজ্যের বিভিন্ন এলাকায় যখন এসআইআরের চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন বহু বিএলও। কেউ অসুস্থ হয়ে পড়ছেন, কেউ হৃদরোগে আক্রান্ত হচ্ছেন, কেউ নাকি মারাও যাচ্ছেন। সেই সময় দাসপুরের এক বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষক রীতিমতো ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন। ২৩০-দাসপুর বিধানসভার ৮০ নম্বর বুথের বিএলও সৌগত ধাড়া ৬৫ শতাংশ প্রতিবন্ধী হয়েও অভাবনীয় উদ্যমে বাড়ি বাড়ি ঘুরে এসআইআর কাজ শেষ করে ফেলেছেন। দু’হাতে এলবো ক্রাচে ভর দিয়ে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত বাড়ি বাড়ি যাওয়া এটাই ছিল তাঁর রুটিন। সৌগতবাবুর কথায়, ‘আমাকে কোনও প্রতিবন্ধকতাই দমিয়ে দিতে পারবে না। জীবনে প্রথম ভোটের কাজের দায়িত্ব পেয়েছি, নিজের সর্বশক্তি দিয়ে কাজ করেছি, সুষ্ঠুভাবে এসআইআরের কাজ শেষ করাটা আমার প্রতিজ্ঞা ছিল।’
কৈজুড়ি গ্রামেই সৌগতবাবুর বাড়ি। কৈজুড়ি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তিনি। স্কুলজীবনে জাম গাছ থেকে পড়ে স্পাইনাল ইনজুরির শিকার হন। বহু চিকিৎসার পরও ৬৫ শতাংশ স্থায়ী প্রতিবন্ধকতা থেকে যায়। বিশেষ ধরনের জুতো এবং দু’হাতে ক্রাচ নিয়েই তাঁর চলাফেরা। তবুও জীবনের কোনও প্রতিকূলতাকেই কখনও বাধা হতে দেননি। ২০১৭ সালে চাকরিতে যোগ দেওয়ার পর থেকেই দায়িত্বশীলতার নজির রেখেছেন। বাড়ি থেকে ১৫০ কিলোমিটার দূরে ঝাড়গ্রামে শিক্ষকতার প্রথম পোস্টিং পেয়েছিলেন সেখানেও দায়িত্ব সহকারে কাজ নিজের দক্ষতার পরিচয় দিয়েছিলেন।









