এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

করোনা: বিনম্র শ্রদ্ধা ও অভিনন্দন চিকিৎসক,পুলিশ ও প্রশাসকদের

Published on: March 26, 2020 । 7:44 AM

সুইটি রায়, সাংবাদিক, ‘স্থানীয় সংবাদ’: মারণ ভাইরাস করোনার সতর্কতায় সারা দেশ এখন ২১ দিনের লকডাউনে। জরুরি পরিষেবা ছাড়া প্রায় বাকি সমস্ত ক্ষেত্রই বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। অনেক মানুষই এরকম অপ্রত্যাশিতভাবে পাওয়া ছুটির মজা উপভোগ করছেন। অনেকে এই সুযোগে পরিবারের সাথে কাটাচ্ছেন ‘কোয়ালিটি টাইম’। ছুটি নেই কেবল পুলিশ, ডাক্তার, নার্স ও চিকিৎসা পরিষেবার সংগে যুক্ত ব্যক্তিদের এবং প্রশাসনিক বিভাগের কিছু কর্মকর্তাদের। মারণ ভাইরাসের ভয়ও তাঁদের কর্তব্যপালনে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। তাঁরা তাঁদের কর্তব্যে অবিচল। তাঁদেরও পরিবার আছে,আত্মীয়স্বজন আছে, হয়তো ছুটি কাটানোর ইচ্ছেও আছে মনের মধ্যে। কিন্তু এই সমস্ত ইচ্ছেকে লুকিয়ে রেখেই তাঁদেরকে কর্তব্যপালন করতে হচ্ছে। অবশ্য সবদিনই তাঁরা এটা করে এসেছেন। প্রতিটি উৎসব অনুষ্ঠানে আমরা যখন পরিবারের সাথে সানন্দে সময় কাটাই তখনও তাঁদেরকে আমাদের সেবায় নিয়োজিত থাকতে হয়। অথচ আমরা সাধারণ মানুষেরা কি অদ্ভুত, এনাদের সমালোচনা করার সুযোগ কোনোভাবেই হাতছাড়া করি না। সোশ্যালমিডিয়ায় এনাদের নিয়ে বিভিন্নরকম ট্রোলড ও করি।সু্যোগ পেলে এনাদের ওপর চড়াও হয়ে নিজেদের বীরত্ব প্রকাশ করি। কিন্তু আজ এই চরম দুর্দিনে যখন মানুষ তার নিজের কাছের লোকের মৃতদেহ নিতেও অস্বীকার করছে তখন এনারাই আমাদের একমাত্র ভরসা। এনারা আছেন বলেই হয়তো আমরা এই মহামারীর দিনেও একটু হলেও আশার আলো দেখতে পাচ্ছি, খু্ঁজে পাচ্ছি বাঁচার উপায়। এই সর্বকালীন স্বার্থত্যাগ ও পরিষেবার জন্য আমরা সবসময়ই তাঁদের কাছে কৃতজ্ঞ থাকব। ভালো থাকুক তাঁরা। তবেই ভালো থাকবো আমরা। [•প্রতিবেদককে [email protected] এই মেলে মতামত দিতে পারেন]
 

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।