এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

দাসপুরের গোপন গোডাউন থেকে গাড়ি গাড়ি রেশনের মাল সিজ করলেন মহকুমা শাসক

Published on: April 27, 2020 । 4:15 PM

সৌমনে মিশ্র: গোপন ডেরা থেকে কুইন্ট্যাল-কুইন্টাল রেশনের মালের হদিশ মিলল। দাসপুর থানার সামাটের অলোক ঘোড়ইয়ের গোপন  গোডাউনে ওই অবৈধ মালের হদিশ মিলেছে। গোপন সূত্রে খবর পেয়ে ওই গোডাউনে আজ ২৭ এপ্রিল  দুপুরে পুলিশ বাহিনী ও খাদ্য দপ্তরের আধিকারিকদের সঙ্গে নিয়ে হানা দেন স্বয়ং ঘাটালের মহকুমা শাসক অসীম পাল। বেশ কয়েকটি গোডাউনে হানা দিয়ে কয়েক  গাড়ি চাল ও আটা সিজ করা হয়েছে। সবগুলিই রেশনের মাল বলে খাদ্যদপ্তর জানিয়েছে।
প্রত্যেক দিনই ঘাটাল মহকুমার বিভিন্ন জায়গা থেকে রেশনে কম মাল দেওয়ার বিষয়ে ভুরি ভুরি অভিযোগ উঠে। তার উত্তরে রেশন দোকানদারেরা জানান, তাঁরা নাকি খাদ্য দপ্তর থেকে কম মাল পান। সেজন্যই ওই  তাঁরা উপভোক্তাদের কম মাল দেন। রেশন ডিলারদের ওই সাফাই সাধারণ মানুষ কোনও ভাবেই মেনে নিতেন না। আজকে মহকুমা শাসকের উদ্যোগে এই অভিযানে উদ্ধার হওয়া মালপত্র প্রমাণ করে রেশন ডিলারদের একাংশ খাদ্য দপ্তর থেকে মাল তুলে রেশন দোকানে না নিয়ে গিয়েই সরাসরি চড়া দামে ওই সমস্ত কালোবাজারিদের হাতে তুলে দেন।
ঘাটাল মহকুমায় এই ধরনের কতগুলি কালোবাজারি রয়েছে তার সন্ধান চালাচ্ছে প্রশাসন।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now