এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

‘আধুনিক প্যাঁচালী’ —সুমন বিশ্বাস

Published on: October 21, 2021 । 8:15 PM

‘আধুনিক প্যাঁচালী’ সুমন বিশ্বাস
দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ।
ঘরে বহিতেছে তবু AC-এর বাতাস।।
ফ্লাটে বসে আজকের লক্ষ্মী নারায়ণ।
করিতেছে কুটকচালি সিরিয়াল দর্শণ।।
বোকাবাক্সে রমণীরা কত কথা কয়।
শুনিয়া পুলকিত হয় দেবীর হৃদয়।।
অকস্মাৎ “ও বৌমা ও বৌমা” স্বরে।
আসিলেন শাশুড়ি মাতা সেই ঘরে।।
টিভি সিরিয়ালের স্বরে ধরেন বচন।
শুরু হল নতুন এপিসোড সেকি ভীষণ।।
স্বামী ভাবেন প্যান্ডেলের খোলা হল বাঁশ।
সেদিন থেকেই পেয়েছিলেম এই আভাস।।
ঢাকের কাঠিগুলোও এখন একদম ফ্রি।
ঘরে তাই বাঁশ-কাঠির এত জারিজুরি।
এসবে মর্ত্যবাসী খুব আনন্দ পায়।
কারণে অকারণে তাই কাঠি করে যায়।।
ফেসবুকে লাইকের অভাবে মনকষ্টে ভোগে।
মরিতেছে সেলফি তোলা আর পোষ্টানোর রোগে।।
ধর্মাধর্ম লোকে সবে ত্যাগ করি দেয়।
ভক্তি জলাঞ্জলি দেয় থিমের জ্বালায়।।
ফেসবুকের ফটোর জন্য সিঁদুর মাখে গালে।
সিঁথিতে দেয়না সিঁদুর অন্য কোনো কালে।।
স্টাইলে হইলো শেষ মরে জীবগণ।
দয়া করে মাগো তুমি করো নিবারণ।।
এই দুর্দশা দেখি প্রাণে নাহি সয়।
করো নিবারণ মাগো হইয়া সদয়।।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now