ঘাটাল মহকুমা স্কুল স্পোর্টস অনুষ্ঠিত হল চন্দ্রকোণায়

অনামিকা বন্দ্যোপাধ্যায়, ‘স্থানীয় সংবাদ’, চন্দ্রকোণা: চন্দ্রকোণা শহরের জিরাট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত [‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] হল ঘাটাল মহকুমার প্রাথমিক বিদ্যালয়, নিম্ন বুনিয়াদি এবং শিশু শিক্ষাকেন্দ্রগুলির বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা। আজ ৩ ফেব্রুয়ারি ওই ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন চন্দ্রকোণার বিধায়ক অরূপ ধাড়া। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস, চন্দ্রকোণা-২ বিডিও অমিত ঘোষ, চন্দ্রকোণা পুরসভার চেয়ারম্যান প্রতিমা পাত্র, জিরাট হাইস্কুলের প্রধান শিক্ষক শুভ্রকান্তি ঘোষ প্রমুখ।
ঘাটাল মহকুমার মোট ৪৮টি গ্রাম পঞ্চায়েত এবং পাঁচটি পুরসভা এলাকার প্রাথমিক বিদ্যালয়, নিম্নবুনিয়াদি এবং শিশু শিক্ষাকেন্দ্রগুলিকে নিয়ন্ত্রণ করার জন্য মোট ১১টি চক্র তথা সার্কেল রয়েছে।  চন্দ্রকোণা-২ ব্লকের সহকারী বিদ্যালয় পরিদর্শক তথা মহকুমাস্তরীয় ওই ক্রীড়া প্রতিযোগিতার আহ্বায়ক শ্রীকান্ত দোলই বলেন,আজকের প্রতিযোগিতায়  মোট ইভেন্ট রয়েছে ৩৪টি। তাই আজ মহকুমার ১১ টি চক্র থেকে ৩৪টি ইভেন্টের প্রথম স্থানাধিকারীরা মহকুমা স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। মোট প্রতিযোগীর সংখ্যা ছিল ৩৭৪জন।
আজকের এই প্রতিযোগিতা থেকে প্রত্যেক ইভেন্টের প্রথম চারজন জেলা স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। শ্রীকান্তবাবু বলেন, জেলা স্তরের খেলাটির উদ্বোধন হবে ৭ ফেব্রুয়ারি। চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।